India-Pakistan Tension: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গোটা দেশজুড়ে নজিরবিহীন সতর্কতা জারি হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেই বৈঠকের পর রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার পন্থ রবিবার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। আগামী তিন মাসের জন্য জেলাগুলিকে খাদ্যদ্রব্য মজুত করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
আগামী জুন,জুলাই এবং আগস্ট মাসের জন্য রাজ্যের প্রতিটি জেলায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত করে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বৈঠকের পরেই রবিবার ভার্চুয়াল পদ্ধতিতে জেলাগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসে ছিলেন মুখ্য সচিব। সেই বৈঠকেই তিনি এমন নির্দেশ দিয়েছেন।
এরই পাশাপাশি রাজ্যের দুর্গম প্রত্যন্ত এলাকাগুলিতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা গুলিতে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের বাড়তি নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সুন্দরবন এলাকায় আন্তর্জাতিক জল সীমান্তেও কঠিন নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শিলিগুড়ির আন্তর্জাতিক সীমান্ত বরাবর নজরদারি আরো কঠিন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার মুখ্য সচিবদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ওই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, কোন রাজ্যের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তারা। ভার্চুয়াল ওই বৈঠকে ছিলেন সব জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা। বর্তমান পরিস্থিতিতে সব রকমের সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে ওই বৈঠকে। দুর্গম এলাকা গুলিতে প্রশাসনিক সংযোগ আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে সতর্কতার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করার কথা বলা হয়েছে প্রশাসনিক কর্তাদের।