illegal arms: বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বারবার নাম জড়াচ্ছে রাজ্যের এই জেলার

STF-illegal arms: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জোরদার তৎপরতা নিয়েছে পুলিশ। সেই সূত্রেই চলছে পরপর গ্রেফতারি।

STF-illegal arms: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জোরদার তৎপরতা নিয়েছে পুলিশ। সেই সূত্রেই চলছে পরপর গ্রেফতারি।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
আররেস্ত

প্রতীকী ছবি।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও গোলাবারুদ উদ্ধারে সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ। কোথাও পুলিশ কোথাও আবার STF-এর জালে ধরা পড়ছে অস্ত্র কারবারীরা। তবে এক্ষেত্রে বারবার নাম জড়াচ্ছে পূর্ব বর্ধমান জেলার। গত মে মাসের শেষের দিকে কলকাতার ধর্মতলায় ১২০ রাউণ্ড কার্তুজ সহ এসটিএফের হাতে ধরা পড়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের যুবক রামকৃষ্ণ মাজি। এরপর হাতে গোনা কয়েকটা দিন অতিক্রান্ত হয়েছে। মঙ্গলবার কলকাতার ময়দান এলাকায় ১০ রাউণ্ড কার্তুজ সহ এসটিএফের হাতে ধরা পড়ে শাহিদুল্লা মল্লিক নামে এক ব্যক্তি। তদন্তে উঠে এসেছে এই শাহিদুল্লা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। তদন্তকারীরা তাকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছেন। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহিদুল্লা মল্লিকের বাড়ি মঙ্গলকোটের মাজিগ্রাম অঞ্চলের মাধপুর গ্রামে। আগ্নেয়াস্ত্র কারবারে তার নাম অনেকদিন আগেই জড়িয়েছে। এছাড়াও ডাকাতির অভিযোগে মামলাতে তাঁর নাম রয়েছে। যদিও শাহিদুল্লার ভাই সাইফুদ্দিন মল্লিকের দাবি, "দাদা অনেক দিন আগেই খারাপ কাজ ছেড়ে দিয়েছে। এখন শাহিদুল্লা কোনও খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল না। রুটি রুজি রোজগারের জন্য তিনি বাইরে চলে যাচ্ছিলেন। কিন্তু তাঁকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।"

পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, শাহিদুল্লার কিছু জমি রয়েছে। বছর পঞ্চাশের শাহিদুল্লা আগে চাষাবাদ করতেন। তাঁর ছেলে এখন চাষাবাদ দেখেন। শাহিদুল্লা বছর দু’য়েক আগে ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজে চলে যান। বছর খানেক আগে বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়ি চলে আসেন। তারপর থেকে তিনি আর বাইরে যাননি। বাড়িতেই ছিলেন। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: নদীর ওপর ভেঙে পড়ল আস্ত ব্রিজ, বিরাট বিপর্যয়! হু হু করে ঢুকছে জল

এদিকে পরিবারের সদস্যরা শাহিদুল্লাকে নিরপরাধ বলে দাবি করলেও পুলিশ অবশ্য তা মানতে চায়নি। বিষয়টি নিয়ে পুলিশের বক্তব্য, শাহিদুল্লার বিরুদ্ধে আগেও আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মামলা হয়েছিল। ২০২১ সালে এবং ২০২২ সালে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৩ সালে শাহিদুল্লাকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। ওই ডাকাতির মামলায় জামিন পেয়েই শাহিদুল্লা ভিন রাজ্যে পাড়ি দেয়। সেখান থেকে ফিরে আসার বছর খানেকের মধ্যেই শাহিদুল্লা ফের STF-এর হাতে ধরা পড়ল।  

আরও পড়ুন- Rath Yatra 2025:দিঘায় রথ টানতে দীর্ঘাকার পাটের রশি কোথা থেকে পাঠানো হচ্ছে জানেন?

এস টিএফ সূত্রে খবর, গত মাসের শেষের দিকে কলকাতার ধর্মতলায় শতাধিক কার্তুজ-সহ ধরা পড়ে কেতুগ্রামের কুলুন গ্রামের বাসিন্দা যুবক রামকৃষ্ণ মাজি। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারীরা শাহিদুল্লা মল্লিকের সম্পর্কে জানতে পারেন। এরপর গোপন সূত্রে খবর পেয়ে STF il মঙ্গলবার কলকাতায় ময়দান এলাকায় অভিযান চালিয়ে পিস্তলের ১০টি কার্তুজ সহ শাহিদুল্লাকে পাকড়াও করে। কার্তুজগুলি বিহারের মুঙ্গের থেকেই আনা হয়েছিল বলে এসটিএফ জানতে পেরেছে।

আরও পড়ুন- SSC-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, গত ৩ দিনে কত আবেদন জমা পড়েছে জানেন?

STF Purba Bardhaman Arrested