HC orders central force to be deployed to demolish illegal Construction in Narkeldanga if police fails: নারকেলডাঙায় অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে শেষমেষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ মার্চের মধ্যে পুলিশ এবং পুরসভাকে উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। তা না হলে অবৈধ ওই বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ তিনি দেবেন বলে জানিয়ে দিয়েছেন।
কলকাতার নারকেলডাঙা এলাকায় সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ওই বহুতল তৈরি করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কলকাতা পুরসভাও উচ্চ আদালতকে জানায় ওই বহুতলের নির্মাণ অবৈধ।
এর পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা না ওই বেআইনি বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেন। তবে ওই বহুতলটি খালি করতে গিয়ে দারুণ সমস্যায় পড়তে হয় পুরসভার কর্মীদের। এব্যাপারে কলকাতা পুলিশের তরফে সহযোগিতা মিলছে না বলে তাঁরা অভিযোগ জানায়।
আরও পড়ুন- West Bengal News Live:ফের নতুন করে পরীক্ষা? সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে নজর
তবে কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই বাড়িটি ভেঙে ফেলার ব্যাপারে নোটিশ টাঙানো হয়েছে। পুলিশের তরফে সমস্ত রকম পদক্ষেপ করা হচ্ছে বলেও জানায় তাঁরা। সোমবার মামলাটির শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন আগামী ১০ মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করে ফেলতে হবে।
আরও পড়ুন- Royal Bengal Tiger Attack: মৈপীঠে রোমহর্ষক রয়্যাল হানা! বনকর্মীর ঘাড়ে কামড় প্রকাণ্ড বাঘের
পুলিশ-পুরসভাকে এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে হবে। তা না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে বাড়ি ভাঙার কাজ চালানোর নির্দেশ দিতে বাধ্য হবেন তিনি। আগামী ১০ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন- Kolkata Book Fair: অভূতপূর্ব রেকর্ডের মাইলফলক ছুঁল কলকাতা বইমেলা, রেকর্ড বই বিক্রির নয়া নজির