West Bengal Weather on Saraswati Pujo 2025: ভরা মাঘেই কি বিদায় নেবে শীত? এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু না জানা গেলেও শীতের আমেজ ফের ফিকে হতে শুরু করবে আজ থেকেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এই মরশুমের মতো জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সামনে সরস্বতী পুজো (Saraswati Puja)। ওই দিন কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের নতুন করে বাড়তে শুরু করবে। আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪° পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপটও। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানের পাশাপাশি দুই মেদিনীপুরেও কুয়াশার প্রভাব থাকবে। আগামী দু-তিন দিন তাপমাত্রা বৃদ্ধির পর সামান্য পারদ নামতে পারে। তবে এই মরশুমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই।
সরস্বতী পুজোয় কেমন থাকবে ওয়েদার? (Saraswati Puja Weather)
আগামী রবিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পঞ্চমী পড়ে যাচ্ছে। ওই দিন বেলা ১২টার পর পঞ্চমী পড়ছে। আগামী সোমবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৯.৪৫ পর্যন্ত পঞ্চমী থাকছে। সুতরাং কেউ কেউ রবিবারেই সরস্বতী পুজো সেরে নেবেন। আবার কেউ কেউ আগামী সোমবার সরস্বতী পুজো করবেন। তবে আগামী রবি বা সোম, দু'দিনই শীতের মেজাজ বেশ ফিকে হয়ে যাবে। সুতরাং এই বছর সরস্বতী পুজো মোটের উপর উষ্ণ আবহাওয়াতেই কাটতে চলেছে।
আরও পড়ুন- West Bengal News Highlights:'মদনবাবু যত টাকায় কিনতে চাইছেন তার বেশি দেব, মেয়েকে ফেরাতে পারবেন?', প্রশ্ন নির্যাতিতার বাবার
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও ঠান্ডার মেজাজ বেশ ফিকে। আগামী দু'-তিনদিনের মধ্যে কলকাতার তাপমাত্রাও বাড়বে। বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন-Malda Shootout: আবারও শুটআউট মালদায়, মদের আসরে পরপর গুলি, নিহত ১ জখম ১
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে উত্তরবঙ্গে তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে।