Subhranshu Roy: ছেলেকে সামনে বসিয়ে বাবাকে 'বেইমান' বলেছেন অভিষেক, এবার মুখ খুললেন মুকুল-পুত্র শুভ্রাংশু

Mukul Roy-Abhishek Banerjee: দিন কয়েক আগেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের নাম করে বেইমান বলে তোপ দেগেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সেই তোপের জবাব দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Subhranshu Roy response to Abhisheks attack on Mukul Roy: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুকুল রায়কে বেইমান বলে আক্রমণ প্রসঙ্গে কী বললেন শুভ্রাংশু রায়

Subhranshu Roy response to Abhishek Banerjee's attack on Mukul Roy: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে এবার মুখ খুললেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।

Subhranshu Roy response to Abhishek Banerjee's attack on Mukul Roy: দিন কয়েক আগেই নেতাজি ইন্ডোরের সভা থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই বন্ধনীতে বসিয়ে মুকুল রায়কেও 'বেইমান' বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যখন মঞ্চে দাঁড়িয়ে একের পর এক এমন তোপ দাগছেন, তখন মঞ্চের নীচে আসনে বসে সে কথা 'হজম' করতে হয়েছিল মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে। এবার অভিষেকের সেই মন্তব্যের জবাবও দিয়েছেন তিনি।

Advertisment

কী বললেন মুকুল পুত্র শ্রদ্ধাংশু?

"তৃণমূল কংগ্রেস একটি পরিবার। পরিবারের আভ্যন্তরীণ বিষয়ে আমি বাইরে কিছু বলব না। অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে। ওটা তাঁর আর বাবার বিষয়। সে বিষয়ে আমি ঢুকব না। এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাঁর সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে, এটা ব্যক্তিগত একটি বিষয়। আমি দলের মুখপাত্র নই, যা বলার দলের মুখপাত্র বলবেন।"

তিনি আরও বলেন, "আমি এটুকু বলতে পারি বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাঁর অবস্থা খুবই খারাপ। দিন দিন তাঁর শারীরিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জানি না কী হবে। বাবার নামে এমন মন্তব্য আগেও শুনেছি। এটা এখন গা-সওয়া হয়ে গিয়েছে। রক্ত-মাংস দিয়ে তৈরি মানুষ। তাঁর লোভ, লালসা, ভালোবাসা সবকিছুই থাকবে। বাবার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয়, বাবার জন্যই কষ্ট পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাবা চলেছেন। বাবা একা নন, আরও কয়েকজন ছিলেন।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, নারকীয় ঘটনায় আটক ১

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে তৃণমূল। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের কাছে এই সভা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বক্তৃতার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন, মুকুল রায়-শুভেন্দু অধিকারী... ওদের আমিই চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের ল্যাজেগোবরে করার দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম।"

আরও পড়ুন- lpg cylinder price hike: মার্চের শুরুতেই দুঃসংবাদ! এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

mukul roy Abhijit Banerjee Bengali News Today news in west bengal news of west bengal Subhranshu Roy