Advertisment

Sonarpur News: শিশুর কান্নায় গা শিউরে ওঠার মতো ঘটনা প্রকাশ্যে! রোমহর্ষক কাণ্ড সোনারপুরে

Sonarpur News: রোমহর্ষক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

author-image
Mina Mondal
New Update
sonarpur news,west bengal news,murder,suicide,সোনারপুরের খবর,খুন,

Sonarpur News: ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Suicidal husband killed his wife in Sonarpur: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আড়াই বছরের শিশুর কান্নার আওয়াজ শুনেই প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ ও স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। সোনারপুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী। 

Advertisment

ছোট ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ছুরিটি উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। গত ৮ মাস হল সোনারপুরের ভবানীপুরের একটি ভাড়া বাড়িতে পায়েল হালদার তাদের আড়াই বছরের পুত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পেশায় ট্রেনের হকার শশধর হালদার। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি হতো, কিন্তু তার থেকে যে এরকম ঘটনা ঘটবে কল্পনাও করতে পারেনি প্রতিবেশী ভাড়াটিয়া থেকে শুরু করে বাড়িমালিক। 

শনিবার সকাল থেকেই ভাড়াটিয়া প্রতিবেশী ও বাড়ির মালিকরা আড়াই বছরের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বারবার তারা শশধর ও পায়েলকে নাম ধরে ডাকতে থাকেন। অবশেষে বাচ্চা ছেলেটি ভিতর থেকে কোনওভাবে বাইরে বেরিয়ে আসে। ঘরের ভিতরে ঢুকে প্রতিবেশীদের চক্ষু চড়ক গাছ! 

আরও পড়ুন- West Bengal News Live: পাসপোর্ট জালিয়াতি, সর্ষের মধ্যেই ছিল ভূত! পুলিশের প্রাক্তন কর্তা গোয়েন্দাদের জালে

Advertisment

বিছানায় পড়ে রয়েছে বছর ২৪-এর পায়েল হালদারের গলাকাটা দেহ ও গলায় দড়ি দিয়ে ঝুলছে তার স্বামী শশধর হালদারের দেহ। দ্রুত এই ঘটনার খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। পুলিশ এসে দুটি দেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- Gangasagar Mela: সামনেই গঙ্গাসাগর মেলা, পুন্যার্থীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রেলের!

Sonarpur Bangla News Murder news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment