Eastern rail will run 12 EMU special trains on the occasion of Gangasagar Mela:গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পুন্যার্থীদের সুবিধার্থে প্রতি বছরই অনন্য পরিষেবা দেয় রেল। এবারও তার অন্যথা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ-লক্ষ পুন্যার্থী ভিড় জমান সাগরমেলায়। এককথায় সাগরদ্বীপ এই মেলার সময় হয়ে ওঠে মিনি ভারতবর্ষ। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় যাওয়া পুন্যার্থীদের সুবিধার্থে অভূতপূর্ব পরিষেবা দেয় পূর্বরেল। স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়। এবারও পুন্যার্থীদের সুবিধার্থে বাম্পার পদক্ষেপ করেছে রেল। বিবৃতি দিয়ে এব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে রেল।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
সামনেই গঙ্গাসাগর মেলা। তীর্থযাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ে শিয়ালদহ দক্ষিণ / কলকাতা স্টেশন / লক্ষ্মীকান্তপুর / নামখানা / কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে ১২ এবং ১৭ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে ১২টি গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে। এছাড়াও, ৩টি প্রতিদিন চলা ইএমইউ লোকালের যাত্রাপথও বাড়িয়ে দেওয়া হবে।
১২টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর থেকে ১টি এবং কাকদ্বীপ থেকে ১টি ট্রেন ছাড়বে।
তিনটি গঙ্গাসাগর মেলা স্পেশাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ থেকে সকাল ৬টা ১৫ মিনিটে (নামখানার উদ্দেশ্যে), দুপুর ২টো ৪০ মিনিটে (নামখানার উদ্দেশ্যে) এবং বিকেল ৪টে ২৪ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে) (১৩.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত) ছাড়বে, কলকাতা স্টেশন থেকে দুটি (২) মেলা স্পেশাল সকাল ৭টা ৩৫ মিনিটে (নামখানার উদ্দেশ্যে) (১২.০১/১৩.০১ এবং ১৪.০১.২০২৫ তারিখে) এবং রাত ৯টা ৩০ মিনিটে (নামখানার উদ্দেশ্যে) ছাড়বে।
নামখানা থেকে পাঁচটি (৫) মেলা স্পেশাল রাত ২টো ০৫ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে), সকাল ৯টা ১০ মিনিটে (শিয়ালদহের উদ্দেশ্যে), সকাল ১১টা ১৮ মিনিটে (শিয়ালদহের উদ্দেশ্যে) (তারিখ ১২.০১/১৩.০১ ও ১৪.০১.২০২৫), সন্ধে ৬টা ৩৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশ্যে), সন্ধে ৭টা ০৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশ্যে) (১৩.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত) ছাড়বে, দুপুর ২টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে একটি (১) মেলা স্পেশাল (শিয়ালদহের উদ্দেশ্যে) (১৩.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত) ছাড়বে এবং রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে একটি (০১) মেলা স্পেশাল (শিয়ালদহের উদ্দেশ্যে) ছাড়বে ।
আরও পড়ুন- TMC Leader Murder Case: আরও গাঢ় রহস্য! মালদার তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫
১২.০১.২০২৫ (রবিবার) লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় ইএমইউ ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতো চলবে। গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ১০.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।