Suicide attempt at Chandni Chowk metro station: আবারো মেট্রোই আত্মহত্যা চেষ্টা। সোমবার বেলা ১২:১০ নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশন থেকে হঠাৎই লাইনে ঝাঁপ দেন মাঝবয়সি এক ব্যক্তি। সেই সময় একটি ট্রেন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল। সেই ট্রেনের সামনে ঐ ব্যক্তি সাপ দেন।
আবারও কাজের দিনে মেট্রো বিভ্রাট। ফের একবার মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। সোমবার বেলা ১২:১০ নাগাদ চাঁদনী চকলেট স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছেন মাঝ বরিশি এক ব্যক্তি। দ্রুত লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন মেট্রোর কর্মীরা।
তবে এই ঘটনার জেরে কাজের দিনে ব্যাহত হয়েছে পরিষেবা। একাধিক স্টেশনে আটকে যায় মেট্রো। কাজের দিনে ভোগান্তির শিকার হন যাত্রীরা। এই ঘটনার জেরে ব্যাহত হয় পরিষেবা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে এবং অন্যদিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে।
আরও পড়ুন- Whale: সাগরদ্বীপের সমুদ্রে তিমির দেহ, প্রজাতি জানতে ছবি পাঠানো হল ZSI-তে
তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন মেট্রো কর্মীরা। বারবার মেট্রোয় আত্মহত্যা চেষ্টা ঘটনার সামনে আসছে। মেট্রো রেলের আত্মহত্যার প্রবণতা কমাতে কর্তৃপক্ষের তরফে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হলেও কিছুতেই এই প্রবণতা হারানো যাচ্ছে না।
আরও পড়ুন- West Bengal News Live: মেলা শুরুর আগেই দূষণ গ্রাসে গঙ্গাসাগর! পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে