/indian-express-bangla/media/media_files/2025/04/05/GWvTzYyezGOwpyOd0pOs.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবারও জাতীয়স্তরে বাংলার মুখ উজ্জ্বল করলেন দুই শিক্ষক। পশ্চিমবঙ্গের দুই শিক্ষককে এবার জাতীয় শিক্ষক সম্মান দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই দুই শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর গোটা দেশের ১৬ জন জাতীয় শিক্ষক সম্মান পুরস্কারপ্রাপকের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলার এই দুই শিক্ষক। জাতীয় শিক্ষক সম্মান পেয়েছেন দুর্গাপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের দুই শিক্ষক সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায়। এই দুই শিক্ষক ছাড়াও দেশ জুড়ে আরও ১৬ জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মান সম্মান দেওয়া হয়েছে।
রাজ্যের দুই শিক্ষকের এই জাতীয় সম্মান প্রাপ্তিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "গর্বের সাথে জানাচ্ছি যে দুর্গাপুরের সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের আমাদের দুই প্রশিক্ষক - শ্রী সুকান্ত কোনার এবং শ্রী ইন্দ্রনীল মুখার্জি - ভারতজুড়ে ১৬ জন পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫ পেয়েছেন।
আরও পড়ুন-Supreme Court:'বাংলায় কথা বললেই বাংলাদেশি?' কেন্দ্রের ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট
এই সম্মাননা রাজ্য সরকারের একটি বিশ্বমানের কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ বাস্তুতন্ত্র গড়ে তোলার প্রতি নিবেদনের প্রতিফলন এবং পুনর্ব্যক্ত, যা তার যুবসমাজের জন্য কর্মসংস্থান-কেন্দ্রিক প্রশিক্ষণ এবং দক্ষতা নিশ্চিত করে পুরষ্কারপ্রাপ্তদের, তাদের পরিবার এবং রাজ্যের সমগ্র কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা বাস্তুতন্ত্রকে অভিনন্দন!"