Advertisment

Sukhendu Sekhar Roy: এতদিনে গলল বরফ!, তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘুঁচল সুখেন্দুশেখর রায়ের

Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডের পরপরই দলের লাইনের উল্টো পথে হেঁটেছিলেন সাংসদ সুখেন্দুশেখর রায়। তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েই চলছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukhendu Sekhar Roy admits wrong for comment on kolkata police dog squad in RG kar case, আরজি কর, সুখেন্দুশেখর রায়, কলকাতা পুলিশ, ডগ স্কোয়াড

Sukhendu Sekhar Roy: তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

Sukhendu Sekhar Roy-TMC: এতদিনে গলল বরফ! জানা গিয়েছে, তৃণমূলের সঙ্গে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sejhar Roy) দূরত্ব কমেছে। দলের সীর্ষ নেতৃত্বকেনাকি চিঠি লিখে 'ভুল' স্বীকার করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। বহুদিনের এই রাজনীতিবিদের 'ভুল' স্বীকারে মন গলেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বেরও। সম্ভবত এবার থেকে রাজ্যের শাসকদলের সব কর্মসূচিতে আবারও দেখা যেতে চলেছে সুখেন্দুশেখর রায়কে। 

Advertisment

তালটা কেটেছিল আরজিকর কাণ্ডের (RG Kar Incident) পর। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় ফি দিন সোচ্চার হচ্ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর ইস্যুতে দলের লাইন ভেঙে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে নানা মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর বেশ কিছু মন্তব্য দলের বিরুদ্ধে গিয়েছিল। এমনকী আরজি কর কাণ্ড নিয়ে তাঁর মন্তব্যের জল গড়ায় লালবাজার অবধি। ঘটনার তদন্ত নিয়ে মন্তব্যে লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুখেরসেখর রায়কে। 

আরজি কর কাণ্ড নিয়ে তাঁর বেশ কিছু মন্তব্যে চটে গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের নেতা কুণাল ঘোষ প্রকাশ্যে সুখেন্দুশেখরের বক্তব্যের বিরোধিতা করেছিলেন। সূত্রের খবর, এবার সেই কুণাল ঘোষই সুখেন্দুশেখর রায়ের সঙ্গে তৃণমূলের দূরত্ব ঘোঁচাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। 

আরও পড়ুন- Mayapur-Nabadwip: মায়াপুর, নবদ্বীপ বেড়ানো এবার আরও সহজ, শীঘ্রই খুলছে নয়া রুট

আরও পড়ুন- West Bengal News Live: কানাডায় বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করলেন প্রবাসী হিন্দু ভারতীয়রা

আরজি কর কাণ্ড নিয়ে তাঁর মন্তব্যে কিছু 'ভুল' ছিল বলে দলের শীর্ষ নেতৃত্বকে নাকি চিঠি লিখে জানিয়েছেন সুখেন্দুশেখর রায়। তারপরেই গলে বরফ। এর আগে কলকাতায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি সুখেন্দুশেখর রায়। তবে সম্ভবত এবার থেকে দলের সব কর্মসূচিতে দেখা যাবে সুখেন্দুশেখর রায়কে, এমনই খবর সূত্রের।

Bangla News Sukhendu Sekhar roy tmc news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment