Mayapur-Nabadwip: নদিয়ার অন্যতম তীর্থক্ষেত্র মায়াপুর (Mayapur) যেতে এবার আরও সুবিধা তীর্থযাত্রীদের। নবদ্বীপের (Nabadwip) দিক থেকে মায়াপুরে যেতে নতুন একটি জলপথ খুলে যাচ্ছে খুব শীঘ্রই। ইতিমধ্যে নতুন এই জলপথের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। নবদ্বীপে তৈরি হয়ে গিয়েছে জেটিঘাট। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার একটি মাত্র জলপথের উপর বিপুল চাপ কমাতেই বিকল্প এই রুট তৈরি করছে রাজ্য সরকার।
এবার নদিয়ার মায়াপুরের নিদয়া ঘাটের উল্টো দিকে নবদ্বীপে জেটিঘাট তৈরির কাজ একেবারে শেষের পথে। বছরভর নদিয়ার অন্যতম প্রধান তীর্থক্ষেত্র মায়াপুরে ভিড় জমান কাতারে কাতারে পুন্যার্থী। একটিমাত্র ঘাট ধরে নবদ্বীপ-মায়াপুর যাতায়াতে বিপুল সংখ্যক পুন্যার্থীর ভিড় থাকে হামেশাই। তারই জেরে অনেক সময় ছোট-বড় দুর্ঘটনাও ঘটে।
রাজ্য প্রশাসন চেয়েছিল মায়াপুর-নবদ্বীপের মধ্যে সংযোগরক্ষাকারী আরও একটি নতুন জলপথের ব্যবস্থা করতে। সেই মতো এগিয়েছে কাজ। রাজ্যের জলপথ পরিবহণ দপ্তর বছর দু'য়েক আগে নবদ্বীপে জেটিঘাট তৈরির কাজ শুরু করে। সেই নতুন জেটিঘাট তৈরির কাজ এখন প্রায় শেষের পথে। এখন শুধু রাস্তার কাজটা বাকি রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তার কাজ শেষ হয়ে গেলে নতুন জেটি পুরোদমে চালু হয়ে যাবে।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ৭০ জন গ্রেফতার, জানাল ইউনূস সরকার
প্রশাসনের আশা, এই নতুন জলপথ চালু হয়ে গেলে একদিকে যেমন নবদ্বীপ থেকে যাতায়াতের মধ্যে সময় কম লাগবে, তেমনই পুন্যার্থীদের খরচও কম হবে। একইভাবে নবদ্বীপ শহরেও যানজট এড়ানো যাবে। নবদ্বীপে আরও একটি নতুন জেটির দাবি ছিল দীর্ঘদিনের। সেই জেটি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই নবদ্বীপবাসীর কাছে এটা বেশ ভালো খবর। নতুন জলপথ পুরোদমে চালু হয়ে গেলে এলাকার ব্যবসা-বাণিজ্য আরও বেশি বাড়বে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকরা।