Sundarban Mela: শুরু সুন্দরবন মেলা, 'রথ দেখা-কলা বেচা' দুটোরই দারুণ সুযোগ পর্যটকদের কাছে!

Sundarban Mela: শুরু সুন্দরবন মেলা। মেলার শুরুর দিন থেকেই রীতিমতো উৎসাহ চোখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। তবে এই মেলা পর্যটকদের কাছেও দারুণ আকর্ষণীয়।

Sundarban Mela: শুরু সুন্দরবন মেলা। মেলার শুরুর দিন থেকেই রীতিমতো উৎসাহ চোখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। তবে এই মেলা পর্যটকদের কাছেও দারুণ আকর্ষণীয়।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
west bengal news,sundarban mela,canning,সুন্দরবন মেলা,পশ্চিমবঙ্গের খবর

Sundarban Mela: শুরু হয়ে গেল সুন্দরবন মেলা।

Sundarban Mela: শুরু হয়ে গেল ৪৬তম বর্ষের সুন্দরবন মেলা। শুক্রবার ৩ জানুয়ারি থেকে ক্যানিংয়ের মাতলা নদীর চরে এই মেলা শুরু হয়। মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এই মেলার বিশেষ আকর্ষণ সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শন ও বিক্রি। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে থাকা মঞ্চে প্রতিদিন নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপরি পাওনা।  

Advertisment

শুক্রবার সুন্দরবন মেলার উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। সুন্দরবনের কৃষকদের উৎসাহ দিতে ও সর্বোপরি এতল্লাটের মানুষজনের কৃষ্টি, সংস্কৃতি ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শুরু হয়েছিল এই মেলা। এই মেলায় রয়েছে একাধিক সরকারি স্টলও। শিক্ষামূলক স্টলও। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরাও নিজেদের হস্তশিল্প সামগ্রী নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন।

এবারের এই মেলার বিশেষ আকর্ষণ 'বারুইপুর প্রেসক্লাব'-এর বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী ‘চিত্তে চিত্র’। জেলার অন্যতম বড় মেলা হিসেবে এই মেলা দীর্ঘদিন ধরেই মানুষের মন জয় করেছে। মেলার মূল মঞ্চ থেকে প্রতিদিনই পরিবেশিত হবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জীবিকা, পরিবেশ, অধিকার নিয়ে মনোজ্ঞ নানা আলোচনা চলবে। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণের মঞ্চে চলবে পুতুল নাচ, কবি গান-সহ লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান। সুন্দরবন মেলায় প্রতিবারের মতো এবারেও নজর কাড়ছে হস্তশিল্পীদের নানা সৃষ্টি। 

Advertisment

আরও পড়ুন- Malda TMC Leader Murder: মালদায় তৃণমূল নেতা খুনে সুপারি কার? ধৃতদের দফায়-দফায় জেরা, পুলিশের ভূমিকায় প্রশ্ন

সব মিলিয়ে সুন্দরবন মেলা এবারেও শুরু থেকেই জমজমাট। শুক্রবার মেলার উদ্বোধনের দিনে রীতিমতো নজর কেড়েছে এলকাবাসীর ভিড়। এখন পর্যটনের ভরা মরশুম চলছে। এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন সুন্দরবনে বেড়াতে যান। সুন্দরবন বেড়ানোর অন্যতম প্রধান 'গেটওয়ে' দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। তাই এই মেলায় সাধারণ মানুষজনের পাশাপাশি ভিড় বাড়ছে পর্যটকদেরও। সুন্দরবনের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির সঙ্গে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের পরিচয় ঘটার দারুণ একটি ক্ষেত্র হয়ে উঠবে এই মেলা, এমনই আশা উদ্যোক্তাদের। 

আরও পড়ুন- West Bengal News Live:দ্বিতীয় হুগলি সেতুতে হইহই কাণ্ড! কী ঘটালেন বাবুল আর অভিজিৎ?

Sundarban South 24 Pgs Bangla News Bengali News Today Canning news in west bengal news of west bengal