Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

MGNREGA:সুপ্রিম কোর্টের নির্দেশে ১০০ দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রীয় সরকারকে। রায়ের পর কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা — প্রাপ্য না মিললে দিল্লিতে মেগা আন্দোলন করবে তৃণমূল।

MGNREGA:সুপ্রিম কোর্টের নির্দেশে ১০০ দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রীয় সরকারকে। রায়ের পর কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা — প্রাপ্য না মিললে দিল্লিতে মেগা আন্দোলন করবে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court, 100 Days Work, MGNREGA, Abhishek Banerjee, Trinamool Congress, Central Government, Delhi Protest, Bengal Dues, Political Reaction, BJP vs TMC,সুপ্রিম কোর্ট, ১০০ দিনের কাজ, মনরেগা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, কেন্দ্র সরকার, দিল্লি আন্দোলন, বাংলার প্রাপ্য, রাজনৈতিক প্রতিক্রিয়া, বিজেপি বনাম তৃণমূল

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১০০ দিনের কাজ (মনরেগা) প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড় জয় পেয়েছে রাজ্য সরকার। দীর্ঘ তিন বছর পর রাজ্যের দাবির পক্ষে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজের টাকার বকেয়া রাজ্য সরকারকে পরিশোধ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে।

Advertisment

এই রায়ের পরেই এক্স -এ বিস্ফোরক বার্তা দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা — “সুপ্রিম কোর্টের এই কথার পরেও যদি আমাদের পাওনা পরিশোধ না করা হয়, বাংলা আবার জেগে উঠবে এবং দিল্লির পথে লড়াই করবে।”

আরও পড়ুন- West Bengal news Live Updates:আজ থেকেই বাংলায় শুরু SIR, দফায় দফায় আলোচনা নির্বাচন কমিশনে, সর্বদল বৈঠকের সম্ভাবনা

Advertisment

অভিষেক তাঁর পোস্টে লেখেন,“জমিদাররা ভোট এবং আদালতে হেরে গেছে, তবুও তারা ইডি এবং ইসির সমর্থন নিয়ে তাদের খেলা চালিয়ে যাচ্ছে। জনগণের আহ্বানের চেয়ে বড় কোনও শক্তি নেই। এখনই শিখুন @BJP4India, নইলে ২০২৬ সালে আরও কঠোর পতনের মুখোমুখি হতে হবে।”

তিনি আরও লেখেন,“মাননীয় সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করেছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক বিজয়, যারা দিল্লির অহংকার ও অন্যায়ের সামনে মাথা নত করতে অস্বীকৃতি জানিয়েছিল।”

আরও পড়ুন-Prashant Kishor:দুই রাজ্যের ভোটার তালিকাতেই নাম PK-র, একুশের ভোটে তৃণমূলের জয়ের 'প্রধান কারিগর' বিরাট বিতর্কে!

অভিষেকের বক্তব্য অনুযায়ী, এই রায় বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের “অহংকার ও প্রতিহিংসা”-র বিরুদ্ধে গণতান্ত্রিক চপেটাঘাত। তাঁর কথায়, “BJP-র অহংকার তার হিসাব পেয়েছে। তারা জবাবদিহিতা ছাড়াই ক্ষমতা চায়। তারা বাংলা থেকে নেয়, কিন্তু বাংলার প্রাপ্য ফেরত দিতে চায় না। কিন্তু এখন, জনগণের ভোটে ও সর্বোচ্চ আদালতে তারা পরাজিত।”

আরও পড়ুন-ED raid:সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান

তৃণমূল সূত্রে জানা গেছে, আদালতের রায় বাস্তবায়িত না হলে আগামী দিনে ফের দিল্লিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দল। অভিষেকের এই মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে।

100 Days work MGNREGA abhishek banerjee tmc