Advertisment

RG Kar Case:'নতুন করে আবেদন করুন', আরজি করের নির্যাতির পরিবারকে পরামর্শ সুপ্রিম কোর্টের

RG Kar Case-Supreme Court: আরজি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনে সিবিআই তদন্তের ধরন নিয়ে নানা প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে তাঁরা মামলা করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Case Hearing at supreme court: সুপ্করিম কোর্টে আরজি কর মামলার শুনানি

Supreme Court: সুপ্রিম কোর্ট।

Supreme Court advises family of RG Kar victim to file a fresh petition: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case) শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদনপত্র দাখিলের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে CBI তদন্তের ধরন নিয়ে ক্ষোভ ছিল নির্যাতিতার পরিবারের। তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেই সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। বুধবার সেই মামলার শুনানিতেই নির্যাতিতার পরিবারকে নয়া পরামর্শ শীর্ষ আদালতের।

Advertisment

বুধবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরজি করের নির্যাতিতার মা-বাবার উদ্দেশ্যে বলেন, "নতুন করে আবেদনপত্র দাখিল করুন। আপনাদের পক্ষে এটাই ভালো হবে। এই আবেদনপত্রে বক্তব্য বিতর্কযোগ্য।" এদিন আদালতে সিবিআই এর পক্ষে তাঁদের আইনজীবী বলেন, "নির্যাতিতার পরিবারের তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার জবাব আগেই দেওয়া হয়েছে। সেই সব আলোচনা এখন হলে অভিযুক্তের পক্ষে সুবিধা হয়ে যেতে পারে।" 

এরই পাশাপাশি নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী আদালতে বলেন, "সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। তাদের তরফে আবেদনপত্র তার আগে জমা করা হয়েছিল। সেই মুহূর্তে যা যা প্রশ্ন সামনে এসেছিল সেই সব প্রশ্ন আবেদন পত্র লেখা হয়েছিল।"

আরও পড়ুন- West Bengal News Live: স্কুলে সরস্বতী পুজো বন্ধের হুমকি, 'দল-ধর্মের ব্যাপার নেই, প্রশাসন ব্যবস্থা নিক', সোচ্চার দেব

Advertisment

এদিন সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারকে প্রশ্ন করেন, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলা সুপ্রিম কোর্টে এখনই বন্ধ করে দেওয়া হবে কিনা এদিন তিনি জানতে চান নির্যাতিতার পরিবারের কাছে। এক্ষেত্রে ভেবে-চিন্তে উত্তর দিতে বলেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন- Haringhata: ক্লাসরুমেই অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর ছাত্রের, সাক্ষী থাকলেন বাকি পড়ুয়ারা

supreme court cbi Bangla News Bengali News Today RG Kar Case news in west bengal news of west bengal kolkata rg kar case verdict
Advertisment