/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
Supreme Court-West Bengal DA case:রাজ্যের DA মামলার লাগাতার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই শুনানিতেই এবার শীর্ষ আদালতের তুমুল তিরস্কারের মুখে রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ তাঁদের পর্যবেক্ষণে রাজ্যকে ভর্ৎসনা করে মহাজনের সঙ্গে তুলনা করেছেন।
বুধবার সুপ্রিম কোর্ট তাঁদের পর্যবেক্ষণে রাজ্যের উদ্দেশ্যে বলেছে, "রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে।" উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের DA মামলার শুনানি শুরু হয়েছে। রাজ্যের হয়ে আদালতে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।
সুপ্রিম কোর্টে এদিন ডিএ মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "যে কোনও পরিমাণ DA আপনারা দিতে পারেন। তবে অনুরোধ করছি দিন। আপনার ক্লায়েন্টকে এই কথাটা জানান।"
DA দেওয়া নিয়ে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, "এত বিপুল পরিমাণ টাকা দিতে গেলে রাজ্য সরকারকে ধার করতে হবে। তার জন্য রিজার্ভ ব্যাংকের কাজে যেতে হবে। রিজার্ভ ব্যাংক ঋণ পাওয়ার ক্ষমতা দেখে ঋণ দেবে। বিধানসভায় বিল এনে তারপর টাকা দেওয়া হবে। গোটা প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ।"
এদিকে রাজ্যের তরফে এই যুক্তি শোনার পরেই বিচারপতি করোল সরকারকে কার্যত ভর্ৎসনার সুরে বলেছেন, "রাজ্য সরকার আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে। টাকাটা জমিয়ে রেখে অন্য জায়গায় খাটানো হচ্ছে।"
DA-র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। কলকাতায় রীতিমতো মঞ্চ বেঁধে দিনের পর দিন ধরে চলছে আন্দোলন। সেই আন্দোলনে সামিল হয়েছেন বহু পেনশনভোগীও। রাজ্য সরকার সরকারি কর্মীদের ন্যায্য DA না দিয়ে আমোদ প্রমোদের জন্য সেই টাকা ব্যয় করছে বলে অভিযোগ তাঁদের।
বুধবার ডিএ নিয়ে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য রাজীব দত্ত বলেন, "এখন মনে হচ্ছে দ্রুত মামলা শেষ হবে। মামলাটা ঝুলছিল, দ্রুত নিষ্পত্তি চেয়ে আমরা আবেদন করেছিলাম।"