SSC Verdict News Update: কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টও। 'নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে', SSC-র মামলার চূড়ান্ত রায় দান করতে গিয়ে বৃহস্পতিবার এমনই বলেছেন প্রধান বিচারপতি।
ঐতিহাসিক রায়দান শীর্ষ আদালতের। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টও এই একই নির্দেশ দিয়েছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশই বহাল রইল সুপ্রিম কোর্টে। এদিন রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ সালে যারা এসএসসি-র পরীক্ষায় বসেছিলেন তাঁরাই বসতে পারবেন । নতুন কোনও চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ২০১৬ সালে এসএসসি-র মাধ্যমে স্কুলের চাকরিতে যারা যোগ দিয়েছিলেন তারা চাইলে তাদের পুরনো কর্মস্থলে ফিরেও যেতে পারবেন। সেব্যাপারেও দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে।
আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর পাশাপাশি পুরনো চাকরি প্রাপকদের নিয়েও নয়া নির্দেশ শুনিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ২০১৬ সালে এসএসসির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- SSC Recruitment Case Verdict: 'SSC-র দুর্নীতির মাশুল দিতে হল', সুপ্রিম রায় শুনেই কান্নায় ভেঙে পড়লেন চাকরিপ্রাপকরা
এদিন মামলার চূড়ান্ত রায়দানের সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, "এই নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, যোগ্য ও অযোগ্যদের সম্ভব হচ্ছে না। তবে যোগ্যদের চাকরি গেলেও তাদের বয়স বাড়িয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পুরনো চাকরি ছেড়ে যারা এসএসসি-র চাকরিতে এসেছিলেন তারা পুরনো চাকরিতে ফিরতে তিন মাসের মধ্যে আবেদন করতে পারবেন। রাজ্য সরকারকেও তাদের আবেদন দ্রুত বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ করতে হবে।" এদিন ২০১৬ সালের 'অযোগ্য'দের বেতন ফেরতের নির্দেশও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- Kolkata Weather Today:চৈত্রের দাবদাহ থেকে মুক্তি, আজ থেকেই ঝড়-জলের পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?
উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। অবশেষে সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় বহাল রেখেছে। এদিন এসএসসি মামলার চূড়ান্ত রায়দানের পাশাপাশি CBI-কেও তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।