কলেজে TMCP সদস্যদের মাঝে 'মধ্যমণি' অধ্যক্ষ, পরেছিলেন 'জয় বাংলা' লেখা পাঞ্জাবিও, বিলোলেন পোশাক

TMCP Foundation Day 2025: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলেজের TMCP ইউনিটের সদস্যদের পোশাক বিলি করেছেন অধ্যক্ষ।

TMCP Foundation Day 2025: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলেজের TMCP ইউনিটের সদস্যদের পোশাক বিলি করেছেন অধ্যক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Surendranath Evening College  ,Principal Jafar Ali Akhan  ,Distribution of clothes to TMCP members,  ‘Joy Bangla’ Punjabi,  TMCP Foundation Day event  ,Clash with University exams,  TMCP T-shirts and scarves distribution,  Political student organization involvement,সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজ,  অধ্যক্ষ জাফর আলি আখান,  টিএমসিপি সদস্যদের পোশাক বিতরণ  ,‘জয় বাংলা’ পাঞ্জাবি,  তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস  ,পরীক্ষা চলাকালীন রাজনৈতিক কর্মসূচি,  টিশার্ট ও ওড়না বিতরণ,  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ছাত্র সংগঠন সংঘাত  ,ছাত্র সংগঠন-শাসনদল সংযোগ

TMCP Foundation Day event: কলেজ চত্বরেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে হাজির অধ্যক্ষ।

TMCP:তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সংগঠনের সদস্যদের পোশাক বিলি করতে দেখা গেল কলেজের অধ্যক্ষকে। শুধু তাই নয়, বৃহস্পতিবার কলকাতার সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজে TMCP  সদস্যদের অধ্যক্ষ জাফর আলি আখান যখন পোশাক বিলি করছেন তখন তাঁর পরণে ছিল 'জয় বাংলা' লেখা হলুদ পাঞ্জাবি। এই ঘটনা এবং কলেজের অধ্যক্ষের তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের পোশাক বিলির ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে।

Advertisment

বৃহস্পতিবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কারণেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সেমিস্টার পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। যদিও শেষমেশ সেই আবেদনে সাড়া দেননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। এই আবেদন যাঁরা জানিয়েছিলেন তাঁদেরই মধ্যে অন্যতম ছিলেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আল আখান। 

আরও পড়ুন- Thakurbari-Matua:'মতুয়াদের নিয়ে রাজনীতি BJP-তৃণমূলের', ঠাকুরবাড়িতে গিয়ে অভিযোগ কংগ্রেসনেত্রীর

Advertisment

এই অধ্যক্ষকেই এবার তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের পোশাক বিলি করতে দেখা গেল। এমনকী এই কাজ যখন তিনি করছেন তখন তাঁর পরণেও ছিল 'জয় বাংলা' লেখা হলুদ পাঞ্জাবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SSC নিয়োগ দুর্নীতিতে বিরাট নির্দেশ, ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের

পরে অধ্যক্ষ জাফর আলি খান সংবাদ মাধ্যমকে বলেন, "TMCP ইউনিটের সদস্যরা একটি কর্মসূচির আয়োজন করেছিল। ওরা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। দু'একটি পোশাক বিলি করতে বলে। সেই অনুরোধই আমি রেখেছিলাম।"

Bengali News Today TMCP TMCP Foundation Day