Thakurbari-Matua:'মতুয়াদের নিয়ে রাজনীতি BJP-তৃণমূলের', ঠাকুরবাড়িতে গিয়ে অভিযোগ কংগ্রেসনেত্রীর

Thakurbari politics: বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। তাঁর সঙ্গে ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরের মৃদু বচসা হয়।

Thakurbari politics: বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। তাঁর সঙ্গে ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরের মৃদু বচসা হয়।

author-image
Utsab Mondal
New Update
Thakurbari politics-free temple  ,Indrani Dutta Chatterjee expelled,  Subrata Thakur intervention,  Political intrusion in religious space  ,Congress leader protest  ,Religious certificate camp controversy  ,Mamata Thakur response,ঠাকুরবাড়ি মন্দির,  রাজনীতি মুক্ত মসৃণতা,  রাজনীতি পর্যন্ত হস্তক্ষেপ,  ইন্দ্রানী দত্ত চ্যাটার্জির অভিযোগ,  সুব্রত ঠাকুরের হস্তক্ষেপ,  মতুয়া ধর্মীয় সার্টিফিকেট ক্যাম্প,  ধর্ম ও রাজনীতির সীমা  ,মমতা ঠাকুরের প্রতিক্রিয়া

Thakurbari-Congress: ঠাকুরবাড়িতে কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি।

Thakurbari politics:শুক্রবার ঠাকুরবাড়ির মন্দিরে প্রার্থনা শেষে জেলা কংগ্রেস নেত্রী ইন্দ্রানী দত্ত চ্যাটার্জি অভিযোগ করেন, তিনি যখন ক্যাম্পে আসছিলেন এবং সাধারণ মতুয়াদের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হন সুব্রত ঠাকুর। তিনি তাকে তত্ক্ষণাৎ চলে যেতে বলেন। ইন্দ্রানী দাবি করেন, “মন্দির যেন রাজনীতি-মুক্ত থাকে” — এই বার্তা দিতে গিয়েছিলেন তিনি, কিন্তু সুব্রত ঠাকুর তাঁকে এমনভাবে বের করে দিয়েছেন যা নিন্দনীয়।

Advertisment

বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। তিনি বলেন, "এখানে কী হচ্ছে বুঝতে পারছি না। এখানে অনেকের অনেক অভিযোগ আছে। আমরা একটাই বার্তা দিতে চাই, এই মন্দির রাজনীতিমুক্ত থাকুক। কংগ্রেস ও বামেরা এই রাজ্যে বেশ কিছু বছর ক্ষমতায় ছিল। কিন্তু কখনও তারা এই হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে রাজনীতি করেনি। কিন্তু নাগরিকতার প্রশ্নে এখানে বিজেপি-তৃণমূল রাজনীতি করে চলেছে।"

আরও পড়ুন- Durga Puja Grant:সবাইকে দুর্গাপুজোর অনুদান নয়, 'হাইকোর্ট সঠিক কথা বলেছে', বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Advertisment

তিনি আরও বলেন, "আমরা বলতে চাই মন্দির প্রাঙ্গণ রাজনীতি থাকুক। এটাই কংগ্রেসের দাবি। আমি পুজো দিতে এসেছিলাম। দূর দূর করে তাড়িয়ে দেওয়া...!!! তবু কারও প্রতি আক্রোশ নেই। বারবার ভোটের আগে মতুয়াদের খুঁচিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিভ্রান্তি করছে কেন্দ্র থেকে। মতুয়া ভাইবোনদের সার্বিক উন্নয়ন কিছু হচ্ছে না।"

আরও পড়ুন-weekend getaway:এখানেই প্রাণের স্বস্তি, মনের আরাম! নিরিবিলি এই তল্লাট কলকাতার কাছেই

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আইটি সেলের সদস্য ও ধর্ম প্রচারক রাজদীপ রায় বলেন, “যদি কেউ মন্দিরে পুজো দিতে আসেন, তাঁকে স্বাগতম। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এলে বিপরীত ফল দাঁড়াতে পারে। চাইলে ধর্মীয় সার্টিফিকেটের নিয়ম নিয়ে আলোচনা করা যেত।” 

আরও পড়ুন-West Bengal News Live Updates: SSC নিয়োগ দুর্নীতিতে বিরাট নির্দেশ, ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের

অন্যদিকে, মমতাবালা ঠাকুর এদিন বলেন, “মন্দিরে পুজো দিতে এলে সবাইকে স্বাগত, কিন্তু রাজনীতি করতে এলে আমরা তা বরদাস্ত করব না। রাজনীতি ... আগে ছিল, আছে এবং থাকবে; তবে ঠাকুরবাড়ি যেন তা মুক্ত থাকে।”

tmc bjp CONGRESS Matua