Kolkata News: যা ঘটল তা যেন সিনেমাকেও হার মানায়, কলকাতায় অভিনব এই চুরিতে হতভম্ব পুলিশও

surprising theft incident in Bansdroni: অভিনব এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

surprising theft incident in Bansdroni: অভিনব এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
surprising theft incident in Bansdroni

বাঁশদ্রোণী থানা।

surprising theft incident in Bansdroni: এই ঘটনা যেন সিনেমার দৃশ্যপটকেও হার মানায়। কলকাতার শহরতলিতে চাঞ্চল্যকর চুরি। বাঁশদ্রোণী এলাকায় অভিনব কায়দায় এই চুরির ঘটনা এখন রীতিমতো চর্চায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 'চোর'কে। যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন পুলিশকর্তারাও। আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা লুঠ করে চম্পট চোরের।

Advertisment

বাঁশদ্রোণীর ওই বাড়িতে সেদিন হঠাৎ গরম কিছু গায়ে পড়ে গিয়ে জখম হয়েছিলেন গৃহকর্ত্রী। সেই সময় তাঁর বাড়ির পরিচারিকা আসার সময় হয়ে গিয়েছিল। তাই তিনি বাড়ির মেন গেটটি খুলেই রেখেছিলেন। আর সেই সুযোগেই বাড়িতে ঢুকে পড়ে 'চোর'।

সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, অজ্ঞাত পরিচয় এক মহিলা মুখে মাস্ক পড়ে বাঁশদ্রোণী এলাকার ওই বাড়িতে ঢুকছেন। ওই মহিলা নিজেকে গৃহকর্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেন। মাত্র মিনিট ১৫-এর 'অপারেশন'। ওই বাড়িতে ঢুকে আলমারি থেকে নগদ টাকা লুঠ করে চম্পট দিয়েছে ওই মহিলা। অভিনব এই চুরি নিয়ে পরে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়। 

আরও পড়ুন- West Bengal News Live: মায়ানমারে প্রবল ভূমিকম্প, কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

Advertisment

তদন্ত নেমে পুলিশ ওই বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। সেই ফুটেছে অজ্ঞাতপরিচয় ওই মহিলাকে দেখতে পাওয়া গিয়েছে। পুলিশ বিভিন্ন সূত্র মারফত ওই মহিলার খোঁজ শুরু করেছে। জানা গিয়েছে, ওই বাড়ির আলমারি থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি করে চম্পট দিয়েছে ওই মহিলা।

আরও পড়ুন- Mamata Banerjee: অক্সফোর্ডের মঞ্চে ধেয়ে এল আরজি কর 'বাণ'! 'সোজা ব্যাটে' খেলেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী

police Bengali News Today news in west bengal news of west bengal