Mamata-Suvendu: 'কেজরিওয়াল যেখানে মমতাও যাবেন সেখানে', তৃণমূলনেত্রীকে বেনজির কটাক্ষ বিরোধী দলনেতার

Suvendu Adhikari-Mamata Banerjee: আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চলতি অধিবেশন শেষের দু'দিন আগে শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার নেওয়া হয়েছে।

Suvendu Adhikari-Mamata Banerjee: আবারও বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চলতি অধিবেশন শেষের দু'দিন আগে শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

suvendu adhiari attacks cm mamata banerjee: আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃমূল সুপ্রিমোকে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা। সেই সঙ্গে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলেও বিধানসভার চলতি অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

Advertisment

আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছেন, "বিরোধী দলনেতাকে ৯ মাস বাইরে রেখেছেন। আর তো দুটো সেশন আছে। একটা বাদল অধিবেশন ও আর একটা শীতকালীন অধিবেশন। তারপরে তো দু'দিনের ভোট অন অ্যাকাউন্ট। তারপরে নির্বাচন। তারপর আপনারা প্রাক্তন। কেজরিওয়াল যেখানে.. মমতাও যাবেন সেখানে। আমরা কোনও সম্প্রদায়ের বিরোধী নই। আমরা তৃণমূলের নীতির বিরোধী।"

এদিকে আজই শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছোঁড়ার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন অধ্যক্ষ। তবে বিরোধী দলনেতা এদিন জানিয়েছেন তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হলেও বাকিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হয়নি। সেই কারণেই চলতি অধিবেশনে তিনি যোগ দেবেন না বলে জানিয়েছেন।

Advertisment

আরও পড়ুন- Humayun Kabir: শুভেন্দুকে 'গরমাগরম' হুমকি! শোভনদেব ডেকে কী বললেন? কথা সেরেই নিজের অবস্থান ব্যাখ্যা হুমায়ুনের

অন্যদিকে, মঙ্গলবারই বিধানসভায় গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফোন করে তাঁকে বিধানসভায় যেতে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বিধানসভায় যেতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বিধানসভায় স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা। পরে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- West Bengal News Live: হিন্দুরা এককাট্টা হতেই ভয় মমতার? শুভেন্দুর নেতৃত্বে হুলস্থূল, উত্তাল রাজ্য বিধানসভা

Suvendu Adhikari Bengali News Today Suvendu Adhikary CM Mamata banerjee news in west bengal news of west bengal