Suvendu Adhikari: 'ডায়মন্ড হারবার মডেল- তোলাবাজ পুলিশে ইলিশ চুরি', ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু!

Suvendu Adhikari-Hilsa: এবার পুলিশের বিরুদ্ধে ইলিশ মাছ চুরির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari-Hilsa: এবার পুলিশের বিরুদ্ধে ইলিশ মাছ চুরির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

এবার পুলিশের বিরুদ্ধে ইলিশ চুরির অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মারাত্মক এই অভিযোগ এনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেছেন শুভেন্দু।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "ডায়মণ্ড হারবার মডেল - তোলাবাজ পুলিশের ইলিশ চুরি !!! মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে। সরকারি বেতনে অসন্তুষ্ট এই আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত তথাকথিত "আইন রক্ষক" এর দল নিজেরাই চৌর্যবৃত্তির পথ অবলম্বন করছে ! কি ভাবে এই চুরির সাম্রাজ্য বিস্তার করা যায় সেই পথ দেখায় ডাকাত সম্রাটের ডায়মণ্ড হারবার মডেল।"

আরও পড়ুন- West Bengal live news Live Updates:বছর ঘুরলেই ভোট, সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে তৎপর অভিষেক, ফের বৈঠক জেলার নেতাদের নিয়ে

Advertisment

তিনি আরও লিখেছেন, "গত কিছুদিন যাবৎ ডায়মণ্ড হারবারে মাছের আড়ৎ থেকে ইলিশ মাছ কিনতে যাওয়া ছোটো ছোটো মাছ ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা তুলেছিলো মমতা পুলিশ। টাকা দিতে না পারলেই ছোটো ইলিশ সরবরাহ করার অজুহাতে মাছ ভর্তি গাড়ি আটাকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। "

আরও পড়ুন-ED raid: এবার বালি! পাহাড়প্রমাণ বিরাট দুর্নীতির শিকড়ের খোঁজে ED, কলকাতা-সহ ২২ জায়গায় তল্লাশি

ইলিশের গাড়ি থেকে তোলা না পেয়ে মাছভর্তি গাড়ি আড়তে নিজেই বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন পুলিশ আধিকারিক। এমনই অভিযোগ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, "মগরাহাট থানার এক আধিকারিক সৈকত রায় তেমন ই একটি ইলিশ মাছ ভর্তি গাড়ি ধরেছিলেন। মাছ ব্যবসায়ীরা তার চাহিদা অনুযায়ী তোলা দিতে পারেননি। তারা দাবি করেন যে তারা ছোটো ইলিশ কেনেননি কিন্তু পুলিশ আধিকারিক সৈকত রায় সে কথায় কর্ণপাত না করে মাছ ভর্তি গাড়িটি আটক করেন। সারাটা দিন কেটে যাওয়ার পর যখন তিনি দেখেন যে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা পাওয়া যাবে না তখন বিকেলের দিকে তিনি নিজেই ডায়মণ্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়ৎ-এ সেই আটক করা গাড়ির মাছ বিক্রি করতে যান এবং তখনই মাছ ব্যবসায়ীরা তাকে সেখানেই হাতে নাতে ধরে ফেলেন এবং তুমুল বিক্ষোভ দেখান। মাছ ব্যবসায়ীদের আরোও অভিযোগ যে দুই (সিনটেক্স) পেটি ভর্তি ইলিশ মাছ গাড়ি থেকে পুলিশ ইতিমধ্যেই চুরি করে সরিয়ে ফেলেছে !" 

আরও পড়ুন-Sonarpur News: ট্রেনে চুরিতে 'হাতেখড়ি', এবার নজর ব্যাঙ্কেও, দলবল নিয়ে চলত রেইকি, শেষমেশ জালে রাবিয়া

বিষয়টি নিয়ে  রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সমালোচনা করে শুভেন্দু লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এ রাজ্যের পুলিশ এখন 'তোলাবাজ পুলিশ' এর শিরোপা পেয়েছে। পুলিশ এখন আসামী, দুষ্কৃতীদের ধরার জন্য নয়, তোলাবাজির জন্যেই যেনো মোতায়েন করা হয়েছে। রাস্তায় যত্রতত্র ট্রাক বা ছোটো বাণিজ্যিক গাড়ি থেকে তোলা ওঠানোই এখন তাদের প্রধান কাজ।এবার তোলাবাজির অর্থ দিতে সক্ষম না হলে গাড়িতে থাকা মাল চুরি করে বিক্রি করে দিচ্ছে ! এটাই ডায়মণ্ড হারবার মডেল। এই সরকার টাকে তাড়াতেই হবে, নচেৎ বাংলার জনগনকে আরো কি কি যে দেখতে হবে তা ঈশ্বর ই জানেন।"

police Hilsa Suvendu Adhikari