Advertisment

Rg Kar Case-Suvendu Adhikari: 'শুধু নবান্ন অভিযানের ডাকটা দিন, বাকিটা আমরা করে নেব', নির্যাতিতার বাবাকে আর্জি শুভেন্দুর

RG Kar Incident: সোমবার আবারও CBI-এর সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সোমবার সকালে বেশ কিছু নথিপত্র নিয়ে CBI দফতরে ঢুকতে দেখা গিয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই নিয়ে পরপর চারদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari skips bjp core committee meeting

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

RG Kar Case-Suvendu Adhikari: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তুমুল প্রতিবাদে সোচ্চার বিরোধীরা। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের কথা শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তবে এবারের এই নবান্ন অভিযানের ডাক দিন নির্যাতিতা তরুণীর বাবা, এমনটাই চাইছেন নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী।

Advertisment

সোমবার তিনি বলেন, "নির্যাতিতার বাবা শুধু একবার ডাক দিন যে নবান্ন অভিযান হবে। তারপর বাকিটা আমরা করে নেব। ওনাকে মিছিলে হাটতে হবে না। BJP, CPM সব রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে। তাই আমরা নিজে থেকে কোনও পদক্ষেপ করতে পারছি না। শুধু নির্যাতিতার বাবা একবার যদি নবান্ন অভিযানের ডাক দেন সবাই বেরিয়ে আসবে। তাঁকে আসতে হবে না। তিনি বয়স্ক মানুষ। জাতীয় পতাকা নিয়ে একবার শুধু ডাকটা দিয়ে দিন। বাকিটা আমরা করে নেব।"

এদিকে, সোমবার আবারও CBI-এর সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সোমবার সকালে বেশ কিছু নথিপত্র নিয়ে CBI দফতরে ঢুকতে দেখা গিয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই নিয়ে পরপর চারদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ।

আরও পড়ুন- RG Kar Case: হঠাৎ কোন তথ্য CBI-কে দিতে ছুটে গেলেন কুণাল ঘোষ?

আরও পড়ুন- RG Kar Case: এই নিয়ে চতুর্থবার, আরজি কর কাণ্ডে ফের CBI দফতরে সন্দীপ ঘোষ

উল্টোদিকে, এদিনই CBI দফতরে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। জুনিয়র চিকিৎসকরা তাঁকে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে তাঁর দাবি। সেই তথ্য তদন্তকারীদের দিতেই তিনি গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কুণাল।

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ

আরও পড়ুন- Doctors Protest: অভয়ারা বিচার চায়, আর জি কর কাণ্ডে অভিনব রাখিবন্ধন উৎসবের আয়োজন চিকিৎসক সংগঠনের

Mamata Banerjee cbi Suvendu Adhikari Nabanna Abhijan RG Kar Medical College Doctors Death
Advertisment