Suvendu Adhikari: 'আমি হিন্দু হৃদয়ে স্থান নিয়ে নিয়েছি', মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় গিয়ে বললেন শুভেন্দু

Murshidabad Violence-Suvendu Adhikari: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদের হিংসাবিধ্বস্ত এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ঘিরে ওঠে জয় শ্রীরাম স্লোগান।

Murshidabad Violence-Suvendu Adhikari: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদের হিংসাবিধ্বস্ত এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ঘিরে ওঠে জয় শ্রীরাম স্লোগান।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari at murshidabad violence effected areas,মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: মুর্শিদাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

suvendu adhikari at murshidabad: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই শনিবার মুর্শিদাবাদে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন কথা বলেছেন সাম্প্রদায়িক হিংসায় আক্রান্তদের সঙ্গে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের (সম্পর্কে এঁরা বাবা-ছেলে) বাড়িতে গিয়েছিলেন তিনি। ১০ লক্ষ ১ হাজার টাকা করে চেক নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন BJP নেতা।

Advertisment

এর আগে মালদার মোথাবাড়িতেও কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরে মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকাগুলিতে যেতে চাইলে পুলিশ তাকে অনুমতি দেয়নি। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার শুভেন্দু অধিকারী পৌঁছে যান মুর্শিদাবাদে। শনিবার জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। শুভেন্দুর সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নিহতদের পরিবারের সদস্যদের। 

এরই পাশাপাশি সাম্প্রদায়িক হিংসার জেরে ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কিছু বাড়িঘর ঘুরে দেখেন তিনি। শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। গ্রামের বয়স্ক থেকে শুরু করে বাচ্চা-মহিলারা শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান তুলতে থাকেন। এলাকায় BSF ক্যাম্প তৈরির দাবি করেন এলাকাবাসী। শুধু তাই নয়, ফের একবার হিংসার ঘটনার NIA তদন্ত দাবি করেন তাঁরা।  

আরও পড়ুন- West Bengal News Live:ফের কলকাতা শহরে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Advertisment

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আমি হিন্দু হৃদয়ে স্থান নিয়ে নিয়েছি। এটাই পরম প্রাপ্তি। এই পরিবার (হরগোবিন্দ দাস-চন্দন দাসের পরিবার) নাকি সিপিএম বলছিল। প্রমাণ হয়ে গেল, পরিবার হিন্দু। ভয়ঙ্কর অবস্থা। সবাই বলছে, BSF ক্যাম্প চাই। NIA তদন্ত চাই। এরা মুখ্যমন্ত্রীর ১০ লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি দুটো মৃত পরিবারকে ১০ লক্ষ ১ হাজার টাকা করে দিয়েছি। ওরা গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ। এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য। বিরোধী দলনেতাকে গ্রহণ করেছে। প্রমাণ হয়ে গেছে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি।"

আরও পড়ুন- Pahelgam News: 'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের

 

Bengali News Today Suvendu Adhikari Murshidabad Violence