Advertisment

Suvendu on Tanmay: তৃণমূলের ঝান্ডা ধরবেন তন্ময়? শুভেন্দুর বিস্ফোরক দাবিতে তোলপাড়

Suvendu Adhikari Attacks Tanmay Bhattacharya: মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার ঘটনায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, তন্ময়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী?

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu-Tanmay: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে এবার বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

Suvendu-Tanmay: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে এবার বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari Attacks Tanmay Bhattacharya: মহিলা সাংবাদিককে যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে এবার বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা তন্ময়কে আক্রমণ করেই ক্ষান্ত থাকেননি। বরং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা বাড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। সোমবারই বরানগর থানার পুলিশ তন্ময়কে ডেকে ৩ ঘণ্টা ধরে জেরা করেছে। এই প্রসঙ্গেই মুখ খুলেছেন শুভেন্দু।

Advertisment

প্রসঙ্গত, মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। রবিবার সন্ধেয় এই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি তিনি এও জানান, তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবে দল। যত দিন তদন্ত চলবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে তদন্ত কমিটি যে সুপারিশ করবে সেই মতো পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সেলিম।

কী বলেছেন শুভেন্দু?

বিরোধী দলনেতা বলেছেন, 'বরানগরে তন্ময় ভট্টাচার্য ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তার পর আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। এর পর তৃণমূলের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তন্ময় ভট্টাচার্য তৃণমূলের ঝান্ডা ধরবেন।' যৌন হেনস্থা ইস্যু টেনে এই ভাষাতেই কটাক্ষ করেছেন শুভেন্দু।

এদিকে, পাল্টা মহিলা সাংবাদিকের দিকে আঙুল তুলেছেন তন্ময়। মহিলার ফেসবুক লাইভে এসে অভিযোগ জানানো নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা। তাঁর প্রশ্ন, তিনি কেন আগেই সংস্থার কর্মকর্তাদের বিষয়টি জানালেন না। কেন পার্টির কাছে অভিযোগ করলেন না। কেনই বা সরাসরি ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেন। সেই সঙ্গে কুণাল ঘোষ সেটাকে ট্যাগ করে, লালবাজারকে ট্যাগ করে, পোস্ট করলেন অভিযোগকারিণী, সেই প্রশ্নও তুলেছেন তন্ময়।  

আরও পড়ুন 'ওঁর ৪০ কেজি, আমার ৮৩, উনি কি নিতে পারবেন?', মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে কী দাবি তন্ময়ের?

কী বলেছেন তন্ময়?

সোমবার তন্ময়ের দাবি, 'ওঁকে বহুদিন ধরে চিনি। আমি বলছি তো, ওঁ অন্তত ১৫ বার আমার বাড়িতে ইন্টারভিউ নিতে এসেছে। আমি কি পাগল, আমি কি উন্মাদ। আমার খেয়ে দেয়ে কাজ নেই।একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে এসেছে, আমি গিয়ে তাঁর কোলে বসে পড়ব? যতদূর জানি ওই ভদ্রমহিলার ৪০ কেজি ওজন এবং আমার ৮৩ কেজি। তাহলে আমি যদি ওঁনার কোলে বসে, উনি কি আমার শরীরে ভার নিতে পারবেন, সুস্থ থাকবেন কি না আমার জানা নেই!'

আরও পড়ুন মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম

উল্লেখ্য, রবিবার দুপুরে এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, সকালে তিনি তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। সেইসময় তন্ময় তাঁর কোলে বসে পড়েন তিনি অভিযোগ করেন। সেই ফেসবুক লাইভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে চরম অস্বস্তির মধ্যে পড়ে সিপিএম। 

bjp CPIM West Bengal Suvendu Adhikari Sexual harassment Tanmoy Bhattacharya
Advertisment