West Bengal News Highlights: দীপাবলির সকালে প্রবল ভূমিকম্প অসমে, মুহূর্তে ছড়িয়ে পড়ল চূড়ান্ত আতঙ্ক

West Bengal News Updates 20 October,2025:পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে সর্বশেষ লাইভ আপডেট পান। ব্রেকিং নিউজ, আবহাওয়া, ইভেন্ট ও সর্বশেষ খবর সম্পর্কে সবসময় আপডেট থাকুন।

West Bengal News Updates 20 October,2025:পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে সর্বশেষ লাইভ আপডেট পান। ব্রেকিং নিউজ, আবহাওয়া, ইভেন্ট ও সর্বশেষ খবর সম্পর্কে সবসময় আপডেট থাকুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Uttarkashi Earthquake: ফের ভারতে ভূমিকম্প

News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News  Updates:দীপাবলিতে প্রবল কম্পন। অসমে নলবাড়িতে ৩.২ মাত্রার ভূমিকম্প। তুমুল আতঙ্কে হুলস্থূল। ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষজন। সোমবার সকাল ৫:৫৪ মিনিটে হঠাৎ করেই কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। জাতীয় ভূকম্প কেন্দ্র (NCS) জানিয়েছে, ভূমিকম্পটি ১৩ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।  এর আগে শনিবার সকালে অসমে আরও একটি ভূমিকম্প আঘাত হানেছিল, যার মাত্রা ছিল ২.৭। সেই ভূমিকম্পের কেন্দ্র কচ্ছার জেলায় ১০ কিলোমিটার গভীরে।  এটি সকাল ৩:২৯ মিনিটে অনুভূত হয়। NCS জানিয়েছে, এই দুই ভূমিকম্পের প্রভাব সামান্য ছিল এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisment

ভয়ঙ্কর কাণ্ড কালীপুজোর সকালে। সোমবার সাতসকালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা বিধাননগর আইএনটিটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্তের উপর প্রাণঘাতী হামলা। জানা গিয়েছে, এদিন দত্তাবাদের ওয়ার্ড অফিসে কাজের তদারকিতে গিয়েছিলেন নির্মল দত্ত। তাঁকে লক্ষ্য করে পরপর দুটি ছোড়ে এক দুষ্কৃতী। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল নেতা। দুষ্কৃতীর বন্দুকের বাটের ঘায়ে তাঁর মাথা ফেটে যায়। অন্যরা ধেয়ে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতী। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন- Kali Puja 2025:ভক্তিস্রোতে ভেসে নৈহাটি! বড়মা'র কালীপুজোয় নজিরবিহীন সমাগম,জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Advertisment

অন্যদিকে আজ কালীপুজো। দিকে দিকে শক্তির দেবীর আরাধনা। কালীপুজোর দিন শব্দবাজি পোড়ানোয় লাগাম পরাতে আগেভাগে জোরদার তৎপরতা নিয়েছিল পুলিশ। বাজির শব্দের ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও কলকাতা পুলিশ জানিয়েছে কালীপুজোর দিন রাত ৮টা থেকে ১০টা...শুধুমাত্র এই ২ ঘন্টা সবুজবাজি পোড়ানোয় ছাড়পত্র রয়েছে। প্রশাসনের এই নিয়ম অমান্য করলে আইন মোতাবেক পদক্ষেপ করার কথা জানিয়েছে লালবাজার। তবে কালীপুজোর রাতে 'শব্দদানব' জব্দে পুলিশি তৎপরতার আদৌ কতটা দেখা মিলবে তা সময় বলবে।

আরও পড়ুন-Kali Puja 2025:গোটা গ্রামের আলো নিভিয়ে দেবীর আরাধনা! 'জাগ্রত মা কালী'র পুজো ভক্তদের আকর্ষণের কেন্দ্রে

এদিকে, আজ কালীপুজোয় মোটের উপর গোটা রাজ্যের আবহাওয়া মনোরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দে জল ঢালবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় বদল চোখে পড়তে পারে।

আরও পড়ুন-দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় দশমাথার মহাকালী, কাহিনী জানলে গায়ে কাঁটা দেবে

  • Oct 20, 2025 14:59 IST

    WB News Live:বাতাসে 'বিষ'!

    দীপাবলির মরশুমে ফের বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। সোমবার, ২০ অক্টোবর —টানা সপ্তম দিনের মতো জাতীয় রাজধানীতে বায়ুর মান 'বিপজ্জনক' স্তরে পৌঁছেছে। সকালে বায়ুর  মান সূচক (AQI) ৪০০-এরও বেশি রেকর্ড করা হয়েছে, যা “গুরুতর” বা Severe বিভাগের অন্তর্গত। চিকিৎসকরা জানিয়েছেন, এই মাত্রার বাতাসে দীর্ঘক্ষণ শ্বাস নেওয়া শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর।



  • Oct 20, 2025 14:58 IST

    Kolkata News Live Updates:'মমতা সরকারের আমলে কন্যারা নিরাপদ নয়', তোপ শুভেন্দুর

    আবারও রাজ্যের শাসকদলকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে ফের একবার তৃণমূলকে নিশানা নন্দীগ্রামের BJP বিধায়কের। রাজ্যে একাধিক ধর্ষণ, নারী নির্যাতন ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধেই কড়া ভাষায় তোপ দেগেছেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা।  



  • Oct 20, 2025 14:57 IST

    Kolkata News Live Updates:সেনার সঙ্গে দিওয়ালি সেলিব্রেশন মোদীর

    দীপাবলির দিন এবার নৌসেনাদের সঙ্গে উৎসব উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে তিনি গোয়ায় পৌঁছে নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। প্রধানমন্ত্রী মোদী আইএনএস বিক্রান্তে থাকা সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে একটি কড়া বার্তাও দেন।



  • Oct 20, 2025 12:10 IST

    WB News Live:শ্রীচৈতন্যের মামাবাড়ির এই কালীপুজোর মহিমা চিরন্তন

    শ্রীচৈতন্যের মাতুলালয় বেলপুকুর গ্রামে শাক্ত উপাসনা আজও বিস্ময়ের। রামচন্দ্রর হাত ধরে শুরু হওয়া করা সেই কালীপুজো বেলপুকুরে গ্রামে এখন সার্বজনীন হয়ে উঠেছে। ভট্টাচার্যদের ন'বাড়িতে থাকা মহাশঙ্খ মালা নিয়ে আজও জনমানসে চর্চা হয়। চৈতন্যর মাতুলালয় বেলপুকুর গ্রামে শাক্ত উপাসনার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস। মহাপ্রভুর শ্রীচৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রচারে সর্বত্র আলোড়ন পড়ে যায়। 

    বিস্তারিত পড়ুন- Kali Puja 2025:অমাবস্যার রাতে জাগে বেলপুকুরের শাক্ত শক্তি! শ্রীচৈতন্যের মামাবাড়ির এই কালীপুজোর মহিমা চিরন্তন



  • Oct 20, 2025 12:08 IST

    Kolkata News Live:'জাগ্রত মা কালী'র পুজো ভক্তদের আকর্ষণের কেন্দ্রে

    গোঘাট, হাজার বছরের কালীপুজো! সারা গ্রাম অন্ধকার করে এই পুজো শুরু হয়। এই পুজো দেখতে গেলে যেতে হবে হুগলি জেলার গোঘাটে। গোঘাটের আগাই গ্রামের গোস্বামী পরিবারের পুজো। কথিত আছে, এই পুজো প্রায় হাজার বছরের পুরনো। পরিবারের বর্তমান এক সদস্য  জানান, প্রায় এক হাজার বছর আগে বর্ধমানের রাজ পরিবারের বংশধর তথা সাধক অহরলাল গোস্বামী এই গ্রামে একটি গড় তৈরি করেছিলেন। গ্রামটি ছিল জঙ্গলে ভরা। 

    বিস্তারিত পড়ুন- Kali Puja 2025:গোটা গ্রামের আলো নিভিয়ে দেবীর আরাধনা! 'জাগ্রত মা কালী'র পুজো ভক্তদের আকর্ষণের কেন্দ্রে



  • Oct 20, 2025 12:07 IST

    Bengal News Live Updates: নৈহাটির বড়মা'র মাহাত্ম্য জানলে গায়ে কাঁটা দেবে

    আজ কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। পাল্লা দিয়ে দীপাবলির রঙিন আলোয় সেজে উঠছে গঙ্গাপাড়ের শহর নৈহাটি। শহরের সঙ্গে জুড়ে রয়েছে বড়'মার পুজোর মাহাত্ম্য।'ধর্ম হোক যার যার, বড়মা সবার'। শতাব্দী প্রাচীন বড়মা'র খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। কালীপুজোর রাতে নৈহাটির বড়মা'কে দেখতে ভিড় জমান লাখ লাখ ভক্ত। কথিত আছে বড়মার কাছে কিছু মানত করলে মা তাঁকে খালি হাতে ফেরান না। এমনই প্রচলিত ধারণা থেকে নৈহাটি ও সংলগ্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে কালীপুজোর দিন বড় মা'র মন্দির চত্ত্বরে কার্যত মানুষের ঢল নামে। 

    বিস্তারিত পড়ুন- Naihati BoroMaa Kali: বিশ্বাস-আবেগ যেখানে মিলেমিশে একাকার, খালি হাতে ফেরেন না ভক্তরা, নৈহাটির বড়মা'র মাহাত্ম্য জানলে গায়ে কাঁটা দেবে



  • Oct 20, 2025 12:06 IST

    WB News Live:রানওয়ে থেকে পিছলে সমুদ্রে বিমান

    দুবাই থেকে ওড়া একটি কার্গো বিমান অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হল হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার ভোরে বিমানটি রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে যায় বলে জানিয়েছে হংকং এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সংবাদসংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমকে ঊদ্ধৃত করে জানিয়েছে, এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিগুলিতে দেখা গিয়েছে, এয়ারএসি‌টি (AirACT) লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি আংশিকভাবে জলে ডুবে রয়েছে।আঘাতের ফলে বিমানের সামনের ও পেছনের অংশ আলাদা হয়ে যায়। বিমানটি কীভাবে রানওয়ে থেকে সরে সমুদ্রে গিয়ে পড়ল, তা জানতে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও হংকং সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট।

    বিস্তারিত পড়ুন- অবতরণের সময় বিরাট বিপত্তি! দু'টুকরো হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান, বুক কাঁপানো দুর্ঘটনায় মৃত ২



  • Oct 20, 2025 09:28 IST

    Kolkata News Live Updates:কালীপুজোয় বৃষ্টির ইঙ্গিত

    আজ কালীপুজো। রাজ্যের নানা প্রান্তে শক্তির দেবীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। সোমবার সকাল থেকেই রাজ্যের আকাশ ঝলমলে, সূর্যের হাসিতে উজ্জ্বল শহর ও গ্রাম। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দে জল ঢালার সম্ভাবনা একেবারেই নেই।

    বিস্তারিত পড়ুন- Kali Puja 2025 weather:কালীপুজোয় ঝলমলে আকাশ, রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া, কোথাও কোথাও বৃষ্টির ইঙ্গিত



  • Oct 20, 2025 09:27 IST

    Kolkata News Live Updates:বড়মা'র পুজোর নির্ঘণ্ট

    আজ কালীপুজো। রাজ্যের সর্বত্রই শ্যামা মায়ের আরাধনায় মুখর পরিবেশ। কালীঘাট থেকে তারাপীঠ, দক্ষিণেশ্বর থেকে কঙ্কালীতলা— সর্বত্রই চলছে শক্তির দেবীর বন্দনা। তারই সঙ্গে তাল মিলিয়ে নৈহাটির বড়মার মন্দিরেও আজ শুরু হয়েছে কালীপুজোর মহোৎসব। প্রতিবছরের মতো এবারও ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে মন্দির চত্বরে। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে বড়মার আশ্রম ও সংলগ্ন এলাকা।

    বিস্তারিত পড়ুন- Kali Puja 2025:ভক্তিস্রোতে ভেসে নৈহাটি! বড়মা'র কালীপুজোয় নজিরবিহীন সমাগম,জেনে নিন পুজোর নির্ঘণ্ট



Kali Puja 2025 Breaking news west bengal latest news kolkata news