Suvendu Adhikari:'BJP-কে আনুন, যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সাফ করে দেব', হুঁশিয়ারি শুভেন্দুর

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-মৃত্যু নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় শুভেন্দু অধিকারী।

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-মৃত্যু নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Violence over Waqf Act in Murshidabad Suvendu blames Tmc,মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ফের এক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে সেখানকার সার্বিক সুরক্ষা প্রশ্নের মুখে। যাদবপুরের ঘটনা নিয়ে মুখ খুলে সেখানকার বাম ছাত্র সংগঠনকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দিন কয়েক আগেই এক ছাত্রী জলে ডুবে মারা গিয়েছেন। তাঁর মৃত্যু ঘিরে এখনও পুরো রহস্য কাটেনি। ফের একবার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লিতে একদা তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী, কাদের সঙ্গে সাক্ষাৎ জানেন?

Advertisment

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যাদবপুরে বৈঠক করে কোনও লাভ হবে না। ওখানে CCTV-ও লাগাতে দেবে না, বন্দে মাতরম গাইতে দেবে না। যাদবপুরে যারা আলট্রা-লেফট, যারা সংবিধান মানে না, যারা মাকু, যারা হোরোইন, চরসের আখড়া করেছে ওখানে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালিত পালিত করেন। কারণ, ভোটের সময় এরা 'নো ভোট টু' মোদী বলেন। BJP-কে আনুন, একদম সাফ করে দেব আমরা। যত পার্থেনিয়াম আছে যাদবপুরে, আমরা পরিস্কার করব।"

আরও পড়ুন-Road Accident: বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে বিরাট দুর্ঘটনা! স্টিয়ায়িং কেটে চালককে উদ্ধার

এরই পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা ইস্যুতেও এদিন মুখ খুলেছেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে তিনি বলেন, "অধিকাংশই ভুয়ো প্রচার। হরিয়ানা সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ১ হাজারের মতো বাংলাভাষীকে তাঁরা ধরেছিল। তার মধ্যে ৯১৫ জনই বাংলাদেশি মুসলিম। যারা অনুপ্রবেশকারী। অনেক সময় এই রাজ্যের পুলিশও অনেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার মানে এই নয়, যে তার বিরুদ্ধে মামলা দিয়ে অত্যাচার করা হবে। এসব নিয়ে হইচই করে লাভ নেই। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়, তারা আর যাই হোক বাংলা ও বাঙালির রক্ষক নয়।" 

Bengali News Today CM Mamata banerjee Suvendu Adhikary