Suvendu Adhikari:কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ। তাঁকে প্রাণে মেরে ফেলতেই পরিকল্পনামাফিক এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। এক্ষেত্রে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নাম নিয়েছেন শুভেন্দু। তাঁর নিশানায় রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহও।
কোচবিহারে এদিন তাঁর কনভয়ে হামলা ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেছেন, "আমাকে মেরে ফেলতেই হামলা। বুলেটপ্রুফ গাড়ির কাচও ভেঙে দিয়েছে। আমাকে দেখতে আজ মর্গে যেতে হতো। ভাইপো ও উদয়ন গুহর নির্দেশে হামলা।" হামলার ঘটনায় শুভেন্দুর কাঠগড়ায় কোচবিহারের SP-ও। তাঁর আরও দাবি, "রোহিঙ্গাদের দিয়ে আক্রমণ করেছে। এর ফল ভুগতে হবে। আমি মমতাকে হারানো লোক, সত্যিকারের সনাতনী হয়ে থাকলে এর হিসেব আমিও নেব। বদল হবে বদলাও হবে।"
আরও পড়ুন- Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর গাড়িতে 'বিরাট হামলা'! কনভয়ের একের পর এক যানে বেপরোয়া ভাঙচুর
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসেব হবে। যেই খাগড়াবাড়িতে ঢুকেছি উন্মত্ত হায়নার দল উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। বুলেটপ্রুফ গাড়িতে না থাকলে আপনাদের আমার মৃতদের সামনের দাঁড়িয়ে ফুল দিতে হতো। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হতেন তাহলে পরোক্ষ রাজীব কুমার। আমি এর শেষ দেখে তবে ছাড়ব। কোনও হিন্দুর সমস্যা হবে না, কোনও রাজবংশীর সমস্যা হবে না। তবে একটাও বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা ভোটার তালিকায় থাকবে না।" এদিন তিন BJP বিধায়ককে নিয়ে কোচবিহারের পুলিশ সুপারের দফতরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- West Bengal News live updates:কল্যাণের পদত্যাগপত্র গৃহীত, জানাল তৃণমূল, কাকলির সঙ্গেই শতাব্দীকেও 'বড় দায়িত্ব'