New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/05/convoy-attack-2025-08-05-15-01-41.jpg)
Suvendu Adhikari: কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার টুকরো-ছবি।
Suvendu Adhikari-Convoy attack: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
Suvendu Adhikari: কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার টুকরো-ছবি।
Cooch Behar-Convoy attack:কোচবিহারের খাগড়াবাড়িতে ধুন্ধুমার কাণ্ড! কোচবিহার জেলায় দলেরই প্রতিবাদ কর্মসূচিতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার পথেই কালো পতাকা হাতে রাস্তার দু'ধার ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কেউ কেউ কালো পতাকা হাতে কেউ আবার তৃণমূলের পতাকা নিয়েই দিতে থাকেন 'জয় বাংলা' স্লোগান। এরপরেই শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে চলে ইট-পাথর বৃষ্টি। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশকর্মীদের।
মঙ্গলবার কোচবিহারে দলের কর্মসূচিতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয় পৌঁছোতেই তুমুল বিক্ষোভ শুরু করে দেন রাস্তার দু'ধারে জমায়ত করা তৃণমূলের কর্মীরা। ওঠে 'জয় বাংলা' স্লোগান। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর গাড়িতে ব্যাপক ইট-পাথর বৃষ্টি শুরু হয়, সেই গাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও।
শুভেন্দুর বুলেটপ্রুফ সেই গাড়ির কাচ ইট দিয়ে মেরে ভেঙে ফেলা হয়। বিরোধী দলনেতার কনভয়ের আরও কয়েকটি গাড়ির কাচ ভাঙে বিক্ষোভকারীরা। বাদ যায়নি পুলিশের পাইলট কারও। পুলিশের গাড়ির কাচ ভেঙে চুরমার করা হয়।
আরও পড়ুন- Dilip Ghosh: 'খাইতাসি, যাইতাসি তো আমরা বলি না', বাংলা-বাংলাদেশি ভাষা বিতর্কে মুখ খুললেন দিলীপ
এদিন তাঁর কনভয়ে এই হামলার দায় তৃণমূলের উপরেই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তাঁর নিশানায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী এই হামলা প্রসঙ্গে বলেন, "বুলেটপ্রুফ গাড়িতে ছিলাম বলে প্রাণে বেঁচে গিয়েছি। বাংলাদেশি রোহিঙ্গাদের এনে উদয়ন গুহ হামলা চালিয়েছে। আমি কোর্টের অনুমতি নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে এসেছিলাম। ফিরে গিয়ে যা করার করব। বুলেটপ্রুফ গাড়ির কাচ ইট দিয়ে ভেঙেছে। প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে।"
এদিন শুভেন্দু অধিকারীর গাড়িতেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি এই হামলা প্রসঙ্গে বলেন, "ভালো করেই জানতাম, এটা উদয়নবাবুর একটি পরিকল্পনা ছিল। একটা বুলেটপ্রুফ গাড়ির কাচ পর্যন্ত ভেঙে দিল। এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। এটা প্রাণনাশের চেষ্টা ছিল। তৃণমূলের পায়ের নীচে মাটি সরে গিয়েছে। '২৪ সালে ভোটে কারচুপি করে জিতেছে। '২৬-এর ভোটে ওরা হোয়াইট ওয়াশ হবে, এটা বুঝতে পেরেই এই হামলা।"
আরও পড়ুন-Adhir Chowdhury:SIR নিয়ে সরব অধীর চৌধুরী, বাংলার কংগ্রেস কর্মীদের কী বার্তা প্রাক্তন প্রদেশ সভাপতির?
যদিও BJP-র তোলা অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, "নিজেরাই হামলা করে তৃণমূলকে দোষ দিচ্ছে। বিক্ষোভ হয়েছে, তবে তৃণমূল হামলা করেনি।" অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, "বাংলাকে অপমান করলে তাদের নিস্তার নেই। ওরা যেখানেই যাবে কালো পতাকা দেখবে।"