Suvendu Adhikari criticizes Mamata Banerjee again about Jagannath temple in Digha: দিঘায় (Digha) নির্মীয়মাণ জগন্নাথ দেবের মন্দির (Jagannath Temple) নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে হিন্দু ধর্মের মানুষজন ছাড়া অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষিদ্ধ বলে উল্লেখ আছে মন্দিরের গেটে। একইভাবে দিঘাতেও নির্মীয়মাণ মন্দিরের ক্ষেত্রে সেই একই নির্দেশ বলবৎ করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। গতকাল দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দু অধিকারীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়তে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে এবার পাল্টা চ্যালেঞ্জ বিরোধী দলনেতার।
গতকাল বিধানসভায় নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "জগন্নাথ ধাম নিয়ে কী বলেছেন বকবকবাবু? খুব রাগ হচ্ছে, জ্বালা হচ্ছে? খুব কুচুটেপনা হচ্ছে, কচুরিপানায় যান। দিঘায় জগন্নাথ মন্দির ঘেরাওয়ের কথা বলছেন বকবকবাবু। খুব হিংসা হচ্ছে। বুকের পাটা থাকলে আটকাবে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি।" মুখ্যমন্ত্রীর সেই তোপেরই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা।
এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী কী লিখেছেন?
"পুরীর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত আর কোনও অন্য ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নেই। মন্দিরের সিংহদ্বারের কাছে পাথরের ফলকে পাঁচটি ভাষায় (হিন্দি, ওড়িয়া, বাংলা, ইংরেজি এবং উর্দু) স্পষ্ট ভাবে প্রবেশ সংক্রান্ত নির্দেশনাবলী লেখা রয়েছে। ছবিটি এই পোস্টের সাথে সংযুক্ত করলাম। আপনিও নির্দেশ দিন উৎকলের শ্রীক্ষেত্র; পুরীর জগন্নাথ ধামের মতোই দিঘা তেও প্রধান দ্বারের পাশে ফলক লাগানো থাকবে যে "হিন্দু ব্যতীত অন্য কোনও ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নিষেধ।"
আরও পড়ুন- Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন আর মাত্র কিছুদিনেই, পুণ্যার্থী-পর্যটকদের সুরক্ষায় অভূতপূর্ব ব্যবস্থা
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, গতকাল বিধানসভায় আপনি দিঘার জগন্নাথ 'মন্দির' নিয়ে আমাকে চ্যালেঞ্জ...
Posted by Suvendu Adhikari on Wednesday, February 19, 2025
এছাড়াও ফের একবার দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের অনুকরণে গড়ে তোলা হচ্ছে বলেও টিপ্পনি কেটেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আবারও ২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে খোদ মুখ্যমন্ত্রীকে হারানোর কথাও এদিন এক্স হ্যান্ডলে তুলে ধরে তৃণমূল সুপ্রিমোকে খোঁচা দিয়েছেন BJP বিধায়ক।
আরও পড়ুন- Digha: ভিড় নেই দিঘায়, ফাঁকা মন্দারমণি-তাজপুরও, মন খারাপ ব্যবসায়ীদের