Suvendu Adhikari:'১০ বছরে বাংলায় জন্মের তুলনায় আড়াইগুণ বেশি ভোটার', ভোট কারচুপি নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

SIR in West Bengal: বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR করার দাবি প্রধান বিরোধী দল বিজেপির।

SIR in West Bengal: বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR করার দাবি প্রধান বিরোধী দল বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari demands SIR in West Bengal  ,Special Intensive Revision West Bengal  ,Allegation of voter list loot by TMC,  Illegal voters removal SIR demand , Exclude Rohingya/Bangladeshi infiltrators,  Political battle over SIR,  TMC vote bank looting allegation,s  Election Commission SIR implementation,  BJP vs TMC voter list controversy,  Poll-bound SIR debate in Bengal,পশ্চিমবঙ্গ SIR দাবি,  বিশেষ নিবিড় সমীক্ষা পশ্চিমবঙ্গ  ,শুভেন্দু অধিকারীর SIR দাবি,  তৃণমূল বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ  ,ভোটার তালিকা সংশোধন  ,অবৈধ ভোটার লিস্ট থেকে বাদ পড়া,  রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশী বাদ,  তৃণমূলের ভোট ব্যাংক লুটের অভিযোগ,  নির্বাচন কমিশন SIR কার্যকর  ,বিজেপি SIR চাপ

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari-SIR:ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে ফের সোচ্চার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে আবারও রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধোনা BJP নেতার। ভোটার তালিকায় কারচুপি করে বছরের পর বছর বঙ্গে নির্বাচনে জয়ী জোড়াফুল, এমনই অভিযোগ বিরোধী দলনেতার।

Advertisment

সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "SIR করতে হবে, SIR হওয়া উচিত আর হবেও। এটা নতুন কিছু নয়। শেষ জনগণনা ২০১১-তে হয়েছিল। ভোটারের জন্ম-মৃত্যু-হার তুলনা করতে হবে। শেষ ১০ বছরে জন্মগ্রহণের তুলনায় আড়াই শতাংশেরও বেশি নাম রয়েছে ভোটার তালিকায়। ভোটার তালিকার গ্রোথ আর বার্থ রেটের গ্রোথ...দুটো তুলনা করে দেখা গিয়েছে জন্মের তুলনায় আড়াইগুণ বেশি ভোটার রয়েছে। এরা কারা? এরা মৃত ভোটার, ফেক ভোটার, বাংলাদেশি মুসলমান, যারা জন্মেছেন চট্টগ্রামে, সিলেটে, রঙপুরে, লালমনির হাটে। মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া টপকে ঢুকে এখানে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। সেই জন্যই জন্মসংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে পশ্চিমবঙ্গে আকাশ-পাতাল পার্থক্য আছে।"

আরও পড়ুন- Ganesh Chaturthi:গণেশ চতুর্থীর ১০ দিনের আলাদা-আলাদা তাৎপর্য ও প্রতিদিনের পুজোর রীতি জানুন!

Advertisment

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেছেন, "চব্বিশের নির্বাচনে ওরা (তৃণমূল) যা করেছে সেটাও দেখাব। চার ঘন্টা ক্যামেরা বন্ধ রেখেছিল। সকালে ৮টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। আমার কাছে পুরো তথ্য আছে। এক্সপোজ করব। ৮০,৫০০ বুথের মধ্যে ৩৫ হাজার বুথে রিগিং হয়েছিল।"

আরও পড়ুন-West Bengal News Live Updates: 'কিছুই ছিল না, এখন প্রচুর সম্পত্তি, বিধায়ক হয়েই সব হল', জীবনকৃষ্ণের গ্রেফতারিতে বিস্ফোরক বাবা

তাঁর কথায়, "এটা আমি ধরিনি। টেলিকম বিভাগ থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন। আইপ্যাক-এর মনোনীত ভাড়া করা এজেন্সি শোকজের উত্তর দিচ্ছে না। সিঙ্গল বেঞ্চে গিয়েছিল হেরেছে। ডিভিশন বেঞ্চে মামলা ঝুলে আছে। তবে এবারে দু'নম্বরি করতে দেব না।"  

আরও পড়ুন-Unnatural Death:কলকাতার গেস্ট হাউসে অচৈতণ্য অবস্থায় উদ্ধার তরুণী, মৃত্যু নিয়ে ক্রমেই গাঢ় রহস্য!

SIR Suvendu Adhikari West Bengal tmc