Suvendu-Kalyan:“সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ শুভেন্দু”, বিস্ফোরক কল্যাণ, কড়া জবাব বিরোধী দলনেতার

Suvendu Adhikari-Kalyan Banerjee: কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর আইনি রক্ষাকবচ প্রত্যাহার করার পরেই তাঁকে আক্রমণে নেমে পড়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে “সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ” বলে আক্রমণ করেন।

Suvendu Adhikari-Kalyan Banerjee: কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর আইনি রক্ষাকবচ প্রত্যাহার করার পরেই তাঁকে আক্রমণে নেমে পড়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে “সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ” বলে আক্রমণ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Kalyan Banerjee, West Bengal politics, TMC vs BJP, High Court order, Suvendu corruption case, Trinamool Congress, legal protection withdrawn, Bengal political controversy 2025,শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজনীতি, তৃণমূল বনাম বিজেপি, কলকাতা হাইকোর্ট নির্দেশ, শুভেন্দু দুর্নীতি মামলা, তৃণমূল কংগ্রেস, আইনি রক্ষাকবচ প্রত্যাহার, রাজনৈতিক বিতর্ক ২০২৫

Kalyan Banerjee & Suvendu Adhikari: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

West Bengal politics: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের জেরে জোরদার ধাক্কা খেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে। এরপরেই নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারীকে তেড়েফুঁড়ে আক্রমণে নেমে পড়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। শাসক দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ বলে আক্রমণ শানিয়েছেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় তোপ দেগেছেন বিরোধী দলনেতা। 

Advertisment

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ। ও (শুভেন্দু অধিকারী) টাকা তুলে চাকরি দেবে বলেছিল। ওর সাঙ্গ-পাঙ্গ মেদিনীপুর জেলার সব জেলে ঢুকবে। প্রায় ২৭-২৮ টা FIR-এ স্থগিতাদেশ হয়ে গিয়েছিল। কোনও পদক্ষেপ করা যয়নি। রাখাল মুখার্জি শুভেন্দু অধিকারীর খাস লোক। ও টাকা তুলে চাকরি দেবে বলেছিল। সেই FIR-এও স্থগিতাদেশ দিয়েছিল। কোনও তদন্ত হয়নি। কোথাও রেলে চাকরির কথা বলে, কোথাও কলকাতা পুলিশে চাকরির কথা বলে টাকা তুলেছিল। পুলিশ তদন্ত করবে।" 

আরও পড়ুন- Humayun Kabir:বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ গড়বেন হুমায়ুন কবীর, সৌদি থেকে আনছেন ইমাম

Advertisment

শুভেন্দু অধিকারীর প্রবল সমালোচনা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "রাখাল মুখার্জি কার হয়ে তোলা তোলে এটা সবাই জানে। এরকম তিনটে এফআইআর আছে। এই তিনটে এফআইআর, হাইকোর্ট বলেছে পুলিশ পুলিশের মতো তদন্ত কবে। বীরবাহা হাঁসদা ও তাঁর দাদা যে এফআইআর করেছিল সেটাও হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। আর পাঁচ সাতদিন টাইম দিন, ওই যে দাগী যেসব শিক্ষক, শিক্ষিকা যত হয়েছিল...দুটো মেদিনীপুর জেলা, পুরুলিয়া, বাঁকুড়া সব লিস্ট তুলে ধরব। এত বড় দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে নেই। প্রমাণ করে দেব সব।"

আরও পড়ুন- West Bengal News Live Updates:আজই বাংলায় SIR ঘোষণার প্রবল সম্ভাবনা! বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠকে কমিশন

এদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কথায়, "মাতালের কথার উত্তর দেব না। আমি পরিষ্কার কথা বলছি, উনি মদ্যপ। উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের কথা বলেন, যেমন অঙ্গভঙ্গি করেন, তার উত্তর আমি দেব না। এর সঠিক উত্তর পেতে গেলে দু'জন তৃণমূলের লোকের কাছে যেতে হবে। এক মহুয়া মৈত্র, দুই কাঞ্চন মল্লিক। এই দু'জনই ওর কথার উত্তর দিতে পারবে।" 

আরও পড়ুন-Election Commission: ২৬-এর ভোটের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, বাংলায় SIR-এর দিনক্ষণ ঘোষণা, বিকেল ৪টেয় কমিশনের সংবাদ সম্মেলন

West Bengal News Kalyan Banerjee Suvendu Adhikari Calcutta High Court