/indian-express-bangla/media/media_files/2025/05/07/Z5yBt1ft5yEm9lE93Tir.jpg)
'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', সেনাদের মঙ্গলকামনায় রামমন্দিরে বিশেষ পুজো শুভেন্দুর, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ
Suvendu Adhikari On operation sindoor airstrike:পহেলগাঁও হামলার বদলায় ক্ষোভে ফুঁসছিল ১৪০ কোটি ভারতীয়। এবার পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। এদিন সন্ধ্যায় অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীর কল্যাণ কামনায় সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দিরে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
PoK-তে জঙ্গি হামলার পর চূড়ান্ত সতর্ক ভারত! বন্ধ স্কুল-কলেজ, জারি বিজ্ঞপ্তি
এর আগে সকালে অপারেশন সিন্দুর সফল ভাবে পরিচালনার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, টযেভাবে পহেলগাঁওয়ে স্ত্রী'র সামনে স্বামীকে হিন্দু চিহ্নিত করে তারপর খুন করা হয়েছে এমন বর্বোরোচিত হত্যাকাণ্ড আমি আমার ৩০ বছরের রাজনৈতিক জীবনে কখনও দেখিনিট। তিনি আরও বলেন, "রাত জেগে দেশের সুরক্ষা নিশ্চিত করেছেন আমাদের ভারতীয় জওয়ানরা— ওরাই প্রকৃত চৌকিদার। তাদের জন্য ভারতবাসী হিসাবে আমরা গর্বিত।’’ বিরোধী দলনেতার আহ্বান, ‘‘সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল হওয়া উচিত। প্রত্যেক ধর্মীয় স্থানে ভারতীয় সেনার মঙ্গল কামনায় প্রার্থনা ও পূজা হওয়া উচিত।’’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অভিযানের কৃতিত্ব দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজ উৎসব পালন করা উচিত।’’
অপারেশন Sindoor জাগিয়ে তুলেছে বালাকোটের স্মৃতি! জানেন কী ঘটেছিল ২০১৯-এর সেই এয়ার স্ট্রাইকে?
অপারেশন সিন্দুর (Operation Sindoor) সফলভাবে সম্পন্ন হয়েছে বলে বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে ভারতের তরফে। সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। ভারতীয় কর্মকর্তারা জানান, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীর (PoK)-এর নয়টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়, যার মধ্যে চারটি সাইট আজমল কাসাব ও ডেভিড হেডলি-এর প্রশিক্ষণ শিবির হিসেবেও ব্যবহৃত হয়েছিল। কর্নেল সোফিয়া কুরেশি জানান, মঙ্গলবার রাত ১:০৫ থেকে ১:৩০-র মধ্যে অপারেশন চালানো হয়, যার লক্ষ্য ছিল পাক ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসবাদী শিবিরকে ধ্বংস করা। তিনি আরও বলেন, "এই স্ট্রাইক ছিল পহেলগাঁওয়ে নিহত ২৬ জন নিরীহ পর্যটকের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা।"উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ভারতীয় বাহিনী বিশেষ প্রযুক্তিসম্পন্ন অস্ত্র ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে আক্রমণ চালায় যাতে সাধারণ মানুষ, ঘর বাড়ির কোন ক্ষয়ক্ষতি না হয়। সংবাদ সম্মেলনে জঙ্গি ঘাঁটির উপর পরিচালিত স্ট্রাইকের ভিডিও ফুটেজ ও মানচিত্র উপস্থাপন করা হয়।
সিঁদুর মুছে দেওয়ার বদলা, ২৫ মিনিটের রুদ্ধশ্বাস 'অ্যাকশন', ধ্বংস ৯ জঙ্গি শিবির, পাকিস্তানকে 'সবক' শেখাল ভারত
কর্নেল কুরেশি জানান, এসব স্থানে নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ শিবির, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ও লঞ্চ প্যাড ছিল, যেগুলি ভারতে হামলার জন্য ব্যবহৃত হত। এদিকে অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীর কল্যাণ কামনায় সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দিরে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি দেশের সেনা বাহিনীর মঙ্গল কামনায় কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।
ভারতীয় মেয়েদের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার পালটা জবাব, মোদীকে ধন্যবাদ পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতের স্ত্রী'র