Suvendu Adhikari: 'কারবাইডে পাকানো ফল', SIR ইস্যুতে অভিষেককে যা নয় তাই বলে আক্রমণে শুভেন্দু

Suvendu Adhikari: SIR ইস্যুতে ফের মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখা হবে না।

Suvendu Adhikari: SIR ইস্যুতে ফের মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখা হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari SIR statement  ,Mamata Banerjee attack  ,TMC vs BJP Bengal politics,  NRC fear in West Bengal,  Suvendu Adhikari on fake voters,  Birbhum and Nandigram politics  ,Political controversy West Bengal,শুভেন্দু অধিকারী,  SIR নিয়ে বিতর্ক,  মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ,  তৃণমূল বনাম বিজেপি  ,এনআরসি আতঙ্ক  ,পানিহাটি আত্মহত্যা মামলা,  নন্দীগ্রাম রাজনীতি,  পশ্চিমবঙ্গ রাজনীতি

Suvendu Adhikari-Abhishek Banerjee: শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

SIR: ফের SIR-এর পক্ষে জোরদার সওয়াল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে এই ইস্যুতে তৃণমূলের বিরোধিতা করা নিয়েও ফের একবার সুর চড়িয়েছেন নন্দীগ্রামের BJP বিধায়ক। বিশেষ করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অভিষেকের চরমবার্তা প্রসঙ্গেও মুখ খুলেছেন শুভেন্দু। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisment

নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, "১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। এটা তো নতুন নয়। ভাইপোর তখন জন্ম হয়েছে কিনা জানি না। ২০০২ সালেও SIR হয়েছিল। ২৬ লক্ষ নাম বাদ গিয়েছিল। মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। যত পারেন চিৎকার করুন। বিহারেও করেছিলেন, কোনও লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না।" 

আরও পড়ুন- West Bengal Weather Forecast today:বৃষ্টি কমলেই নামবে ঠান্ডা! কবে থেকে শীতের আমেজ, জানুন আজকের আপডেটে

Advertisment

তাঁর বিধানসভা এলাকা নন্দীগ্রামেও ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি BJP বিধায়ক শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "এখানে গড় চক্রবেড়িয়া, কেন্দামারি, ভূতা মোড়, দাউদপুরের বিভিন্ন বুথে সব মৃত ভোটারের নাম। ভোট দেয় এরা বিকেলে। কোনও হিন্দু বুথে হয় না। এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়। দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়। বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয়। কেন থাকবে?" 

এরই পাশাপাশি ফের একবার পানিহাটিতে NRC আতঙ্কে প্রৌঢ় প্রদীপ করের আত্মহত্যা নিয়ে মুখে খুলেছেন বিরোধী দলনেতা। বিষয়টি নিয়ে তিনি ফের বলেন, "পুরো মিথ্যা কথা। ওই হাতের লেখাও ওনার নয়। এদের যদি দম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠান। রাজ্য সরকারের ফরেনসিক, ওসব পিসির বানানো। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে হোক। ও হাইকোর্টের তত্ত্বাবধানে হোক।" 

আরও পড়ুন- Bank holidays:নভেম্বরেও ছুটির পর ছুটি! ক'দিন বন্ধ থাকবে ব্যাংক? ভোগান্তি এড়াতে আগেভাগে জানুন

সেই সঙ্গে নির্বাচন কমিশনকে অভিষেক ব্যানার্জির আক্রমণ প্রসঙ্গে পাল্টা তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, "এরা লড়াই তো কোনওদিন করেননি। মমতা ব্যানার্জিকে লড়াই করে আমরা মুখ্যমন্ত্রী করেছি। ২০১১ সালের পর আমরা সব করে টরে দেওয়ার পর ২ হাজার পুলিশ নিয়ে চলে এসেছো হাত নাড়তে। এই সব হবে। কারবাইট দিয়ে পাকানো ফলের মাল এসব হবে।"  

আরও পড়ুন- SIR নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে? চালু কমিশনের হেল্প লাইন নম্বর, সরাসরি কথা বলুন

SIR West Bengal News Suvendu Adhikari abhishek banerjee