/indian-express-bangla/media/media_files/2024/12/13/jKgBdFtKjBOdvgFTF818.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News live Update:পুজোর মুখে কি তবে এবার জেলমুক্তি ঘটতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের? বিষয়টি এখনও স্পষ্ট না হলেও সম্ভাবনা তৈরি হয়েছে। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির গ্রুপ-সি-র মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবম দশম এবং একাদশ-দ্বাদশের মামলায় আগেই জামিন পেয়েছিলেন একদা তৃণমূলের মহাসচিব। এবার জামিন মিলল গ্রুপ-সি মামলাতেও। গতকাল CBI-এর আলিপুর বিশেষ আদালতে মামলাটির শুনানি হয়েছিল। আজ মামলার রায়দানে বিচারক জামিন দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে। তবে পরপর জামিন মিললেও পার্থ চট্টোপাধ্যায়ের আশু জেল-মুক্তি এখনই ঘটছে না। কারণ এখনও কলকাতা হাইকোর্টে আরও একটি মামলায় বিচারাধীন রয়েছেন তিনি। সেই মামলায় জামিন মিললে জেলমুক্তি ঘটতে পারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
মঙ্গলবার উত্তরাখণ্ডের দেরাদুনে প্রবল তীব্র বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি। যার ফলে বেশ কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে। জেলার নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। তপকেশ্বর, ডিআইটি কলেজ এলাকা, রাজপুর শিখর জলপ্রপাত এবং ভগত সিং কলোনিতে কমপক্ষে পাঁচজন জলের তোড়ে ভেসে গেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন- ITR filing deadline:বড় খবর! একেবারে শেষ মুহূর্তে আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল কেন্দ্র
রাজ্য সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁরা বলেছেন কেন্দ্র এই দুর্যোগের মুহূর্তে উত্তরাখণ্ডের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।"
আরও পড়ুন- SSKM-এ দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড 'অনন্য', অত্যাধুনিক চিকিৎসা নাগালেই! সাধারণের 'এন্ট্রি' মিলবে?
- Sep 16, 2025 14:00 IST
Kolkata News Live Updates:অক্টোবরে ছুটিই ছুটি!
অক্টোবরে ছুটিই ছুটি! আর মাত্র কয়েকদিন পর চলতি মাসের শেষ থেকেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। তারপরই গোটা অক্টোবর মাস জুড়ে উৎসবের ঘনঘটা! ছুটিই ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের।
বিস্তারিত পড়ুন- Holidays:অক্টোবরে ছুটিই ছুটি! হাতেগোনা কয়েকদিন অফিসে গেলেই হল! বাংলার সরকারি কর্মচারীদের আরামই আরাম!
- Sep 16, 2025 13:59 IST
Kolkata News Live Updates:মুসলিমদের আশ্বাস শমীকের
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এবার মুসলিম জনগোষ্ঠীকে বিরাট আশ্বাস BJP রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের। ৪২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে শমীক ভট্টাচার্যকে একটি মাদ্রাসার সামনে কিছু বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। মুসলিম ধর্মালম্বীদের সামনে শমীক বলছেন, "যারা হিন্দু উদ্বাস্তু, আর যারা ভারতীয় মুসলিম, তাঁদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারও নেই। তাঁদের পাশে বিজেপি আছে। পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে ও যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশকে 'নাপাক' বলে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যাননি, তাঁদের পাশে বিজেপি আছে, থাকবে। তাঁদের চুল স্পর্শ করার ক্ষমতা কারও নেই, সে যে কমিশনই আসুক না কেন।"
- Sep 16, 2025 11:48 IST
Kolkata News Live Updates:বাড়িতে চুরি
কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিলা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার সকালে বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় প্রদীপ পাইনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
- Sep 16, 2025 10:46 IST
Kolkata News Live Updates: পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ
পুজো এসে গেলেও বৃষ্টি থামার যেন নামই নেই! বরং এবার উত্তর ও দক্ষিণ রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের প্রভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর ঠিক মুখে এমন দুর্যোগ দুশ্চিন্তা বাড়াচ্ছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update: পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
- Sep 16, 2025 10:45 IST
Kolkata News Live Updates: রেলস্টেশনে ভয়াবহ আগুন
মঙ্গলবার সকালে হঠাৎই দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেলস্টেশন লাগোয়া একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। প্ল্যাটফর্ম লাগোয়া ফুট ওভারব্রিজের কাছেই ওই দোকানে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা প্ল্যাটফর্ম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল।
বিস্তারিত পড়ুন- Fire:সাতসকালে জনবহুল রেলস্টেশনে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল প্ল্যাটফর্ম, ব্যাহত ট্রেন চলাচল
- Sep 16, 2025 10:44 IST
Kolkata News Live Updates: নবান্ন নিল নয়া সিদ্ধান্ত
তফশিলি জাতি শংসাপত্র নিয়ে জটিলতা কাটাতে এবার যুগান্তকারী এক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গতকালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য তফশিলি উপদেষ্টা পর্ষদ বৈঠকে বসেছিল। এই বৈঠকেই নেওয়া হয়েছে নয়া সিদ্ধান্ত।
বিস্তারিত পড়ুন- SC-ST সার্টিফিকেট জটিলতা কাটাতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের! নবান্ন নিল নয়া সিদ্ধান্ত
- Sep 16, 2025 10:43 IST
Kolkata News Live Updates: আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল কেন্দ্র
ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন জমা নিয়ে একেবারে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ২০২৫-২৬ অর্থবর্ষে গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ITR জমার শেষ দিন ছিল। এবার আয়কর রিটার্ন জমার দিন বাড়িয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষে ১৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার পর্যন্ত আইটি রিটার্ন জমা দেওয়া যাবে।
বিস্তারিত পড়ুন- ITR filing deadline:বড় খবর! একেবারে শেষ মুহূর্তে আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল কেন্দ্র