Soumendu Adhikari: চুপিসারে বিয়ে সারলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু, পাত্রী কে জানেন?

Suvendu Adhikari-Soumendu Adhikari: বিয়ে সারলেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। কোলাঘাটের রিসর্টে অধিকারী বাড়ির ছোট ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
Debanjana Maity
New Update
Suvendu Adhikaris brother Kanthi BJP MP Soumendu Adhikari gets married: বিয়ে করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

Soumendu Adhikari gets married: বিয়ে সারলেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী।

Suvendu Adhikaris brother Kanthi BJP MP Soumendu Adhikari gets married: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির BJP সাংসদ সৌমেন্দু অধিকারী। গত সোমবার কাঁথির অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দুর বিয়ে হয়েছে। পাত্রী মহিষাদলের বাসিন্দা সোনাক্ষী অধিকারী। সৌমেন্দু অধিকারীর বিয়ের অনুষ্ঠানে BJP-র বড়সড় কোনও নেতাই হাজির ছিলেন না। তবে নবদম্পতিকে আশীর্বাদ জানাতে হাজির ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্বের বেশ কয়েকজন। তবে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে।

Advertisment

ছোট ভাইয়ের বিয়েতে দেখা যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। গতকাল কাঁথির অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারীর বিয়ে হয়েছে। কাঁথির বিজেপি সাংসদের বিয়েতে উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির একাধিক নেতা। 

তবে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গরহাজির ছিলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, গতকাল তিনি সন্দেশখালিতে এক বিজেপি নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই কারণেই নিজের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বিরোধী দলনেতা। সোমবার ছিল সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়ে। সেই বিয়েতেই যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু। উল্লেখ্য, সন্দেশখালি আন্দোলনের সময় বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি জামিনে মুক্ত হওয়ার পরেও তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে ছাড়া পেয়ে যান বিকাশ।

আরও পড়ুন- Puri Jagannath Temple: অলৌকিকতায় ঘেরা পুরীর জগন্নাথ দেবের মন্দির! শিহরণ জাগানো ৭ রহস্যকাহিনী জানুন

Advertisment

কোলাঘাটের একটি রিসর্টে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন জীবনের পথচলা শুরু করেছেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দুর বিয়ের অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতাদের প্রায় কেউই হাজির ছিলেন না। তবে সৌমেন্দুর পরিবার সূত্রে জানা গিয়েছে, পরবর্তী সময় তাঁদের জন্য একটি আলাদা করে অনুষ্ঠান করতে পারেন শুভেন্দু অধিকারীর ভাই। জানা গিয়েছে, তাঁর বিয়ের অনুষ্ঠানে তমলুকের সংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ জেলা বিজেপি নেতৃত্বের কয়েকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- Kolkata Metro: ফের পরপর বন্ধ থাকবে মেট্রো, চরমে উঠতে পারে যাত্রী-দুর্ভোগ

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এই দুই অধিকারী পরিবারের দীর্ঘদিনের আলাপ। সোনাক্ষী অধিকারীর বাবা রাজ্য পুলিশের প্রাক্তন এসআই। এর আগে দু'জনেই আইনি বিয়ে সেরে নিয়েছিলেন। ওই দিনই নববধূকে সঙ্গে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। গতকাল কোলাঘাটের একটি রিসর্টে নিভৃতেই হয় বিয়ের অনুষ্ঠান।

bjp Suvendu Adhikari Soumendu Adhikari Bengali News Today marriage news in west bengal news of west bengal