Kolkata Metro: ফের পরপর বন্ধ থাকবে মেট্রো, চরমে উঠতে পারে যাত্রী-দুর্ভোগ

Metro Railway, Kolkata: আবারও বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। নিত্যযাত্রীদের দুর্ভোগ এড়াতে আগেভাগে এব্যাপারে বিশদে তথ্য জানিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। কবে কোন রুটে বন্ধ থাকবে মেট্রো? জানুন বিশদে।

author-image
Joyprakash Das
New Update
stress management camp for metro staff,kolkata metro,চাপ কমাতে প্রশিক্ষণ কলকাতা মেট্রোয়,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

complete block on kolkata metro green line: ফের মেট্রো পরিষেবা বন্ধের খবর। কলকাতা মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সমগ্র ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর (গ্রিন লাইন)-এ যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের পরীক্ষার জন্য ০৮.০৩.২০২৫ (শনিবার) এবং ০৯.০৩.২০২৫ (রবিবার) (দুই দিন, শনিবার এবং রবিবার) আর একটি সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক নিতে চলেছে। এই সময়ের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। ০৭.০৩.২০২৫ সন্ধ্যা এবং ১০.০৩.২০২৫ সকালেও এই লাইনে মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত হবে। 

Advertisment

আগামী ৭ মার্চ (শুক্রবার) শেষ মেট্রো ছাড়বে: 

Green Line – 1

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (রাত ৯.৩৫ মিনিটের বদলে) সন্ধ্যা ৭.০৩ মিনিটে।

Advertisment

সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ পর্যন্ত (রাত ৯.৪০ মিনিটের বদলে) সন্ধ্যা ৭.০৫ মিনিটে।

Green Line - 2

এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে সন্ধ্যা ৭টায় (রাত ৯.৪৫ মিনিটের বদলে)

প্রথম মেট্রো পরিষেবা ১০.০৩.২৫ (সোমবার)

আরও পড়ুন- Puri Jagannath Temple: অলৌকিকতায় ঘেরা পুরীর জগন্নাথ দেবের মন্দির! শিহরণ জাগানো ৭ রহস্যকাহিনী জানুন

Green Line – 1

সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ (সকাল ৭.০৫ মিনিটের বদলে) সকাল ৮.০৫ মিনিটে

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (সকাল ৬.৫৫ মিনিটের বদলে) সকাল ৮.১৫ মিনিটে

আরও পড়ুন- West Bengal News Live:বারবার বয়ান বদলে বিপাকে, পানাগড়কাণ্ডে গ্রেফতার সুতন্দ্রার গাড়িচালক

Green Line-2

এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে সকাল ৮:০০ টায় (সকাল ৭:০০ টার পরিবর্তে)

ব্লু লাইনে পরিষেবা যথারীতি চালু থাকবে।

কলকাতা মেট্রোরেলের একাধিক রুটে বিভিন্ন সময়ে যাত্রীদের একটি মসৃণ পরিষেবা দিতে কর্তৃপক্ষ নানা কাজ করে থাকে। এক্ষেত্রেও ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পরিষেবা আরও বেশি মসৃণ করতে এই নয়া তৎপরতা নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে কর্তৃপক্ষ। গ্রিন লাইন মেট্রোয় এই কাজের জন্য সাময়িকভাবে যাত্রীরা অসুবিধায় পড়লেও পরবর্তী ক্ষেত্রে এই পথে যাত্রা আরও বেশি মসৃণ গতিতে হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- Higher Secondary Exam 2025: ট্যাবের টাকা নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল না এই জেলার প্রায় ২ হাজার পরীক্ষার্থী

kolkata kolkata metro east-west metro Bengali News Today Metro news in west bengal news of west bengal