Mamata-Suvendu: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু? মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা 'জবাব' বিরোধী দলনেতার

Mamata Banerjee-Suvendu Adhikari: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরে গিয়েছিলেন। তবে সেই হারের নেপথ্যে 'চক্রান্ত' ছিল বলে আজও বিশ্বাস তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
Subhendu Adhikaris challenge to defeat Mamata Banerjee in Bhowanipore: মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর শুবেন্দু অধিকারী বিধানসভা নির্বাচন ২০২৬

Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

Suvendu Adhikaris challenge to defeat Mamata Banerjee in Bhowanipore: মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিতে দেরি করলেন না শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার নাম না নিয়ে তাঁকে খোঁচা দিয়ে বলেছিলেন, "অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।" মুখ্যমন্ত্রীর সেই খোঁচার পাল্টা এবার শুভেন্দু বললেন, "আপনাকে ভবানীপুরেও হারাব।"

Advertisment

বছর ঘুরলেই ফের রাজ্যে বিধানসভা ভোট। ভোটের সেই উত্তাপ বাড়তে আরও বেশ কয়েক মাস সময় থাকলেও এখনই বেশ সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর আক্রমণের পরপরই বিধানসভার বাইরে মাটিতে বসে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করে তিনি বলেন, "বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালের ভোটে হারিয়েছিলেন। তাঁর একটাই অপরাধ, হিন্দুদের উপরে, জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান।"

এরপরেই মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "আপনাকে ভবানীপুরেও হারাব। আরও পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন।" উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তুমুল সমালোচনা শুরু করেন বিজেপির। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।"

আরও পড়ুন- Mamata-Suvendu: 'অন্য দলে যোগের রিকোয়েস্ট এল বলে', নাম না নিয়েও শুভেন্দুকেই নিশানা মমতার

Advertisment

অন্যদিকে, বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "বিরোধী দলনেতা অনুপস্থিত। ফাঁকা মাঠে খেলতে চান মুখ্যমন্ত্রী। বিধানসভায় খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে। আমরা এমনই আশঙ্কা করছি।"

আরও পড়ুন- West Bengal News Live:৭২ ঘণ্টার মধ্যে শুভেন্দু কে ক্ষমা চাওয়ার দাবি, বিরোধী দলনেতার চ্যাংদোলা মন্তব্যে খুঁজছেন হুমায়ুন

Suvendu Adhikari Bhawanipur Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal