Mamata-Suvendu: 'অন্য দলে যোগের রিকোয়েস্ট এল বলে', নাম না নিয়েও শুভেন্দুকেই নিশানা মমতার

Mamata on Suvendu: বুধবার রাজ্য বিধানসভার অন্দরে বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে তুমুল হট্টগোল হয়। বিধানসভার বাইরে বেরিয়েও বিক্ষোভে ফেটে পড়েন গেরুয়া দলের বিধায়করা।

author-image
Joyprakash Das
New Update
wb govt does not support BJP's Bengal bandh, all measures are taken to thwart the bandh, বিজেপি, বাংলা বনধ, রাজ্য সরকার,. মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী

Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

Mamata banerjee attacks suvendu adhikari: আবারও উত্তাল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শাসকদলের সংখ্যালঘু বিধায়কদের নিয়ে করা মন্তব্যের জেরে এদিন বিধানসভার অন্দরে তৃণমূল এবং BJP বিধায়কদের মধ্যে তুমুল হট্টগোল বেধে যায়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অলআউট আক্রমণ শানিয়েছেন গেরুয়া দলকে। নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়েছেন মমতা। এমনকী শুভেন্দুর অন্য দলের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও মন্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে।

Advertisment

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছিলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে। বিজেপি বিধায়কের করা সেই বক্তব্যের প্রতিবাদ জানান তৃণমূল বিধায়করা। তুমুল হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভার অন্দরে। তৃণমূল বিধায়করা শুভেন্দুর সেই বক্তব্যের প্রতি নিন্দা প্রস্তাব আনতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি বিধায়করা। তাঁদের হাতে থাকা কাগজ ছিঁড়ে বিধানসভার কক্ষেই প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা।

এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে তুমুল সমালোচনা শুরু করেন বিজেপির। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।"

আরও পড়ুন- West Bengal News Live:'খুন করা হতে পারে শুভেন্দু অধিকারীকে', মারাত্মক অভিযোগে তোলপাড় ফেললেন BJP-র শঙ্কর ঘোষ

Advertisment

এদিকে বুধবার বিধানসভার বাইরে বেরিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন বিজেপির বিধায়করা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাংঘাতিক অভিযোগ তুলেছেন। তিনি এদিন বলেন, "বিরোধী দলনেতা অনুপস্থিত। ফাঁকা মাঠে খেলতে চান মুখ্যমন্ত্রী। বিধানসভায় খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে। আমরা এমনই আশঙ্কা করছি।"

আরও পড়ুন- Purba Bardhaman News: খুলে গেল সাড়ে ৩০০ বছরের অস্পৃশ্যতার শৃঙ্খল! বাংলার এই গ্রামে নতুন ইতিহাস রচনা

Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal