Delhi Election Results 2025: '২০২৬-এ বাংলাতেও বদল', দিল্লির জয়ে 'ফুলচার্জড' শুভেন্দুর নয়া হুঙ্কার

Delhi election results 2025: দিল্লিতে ভরা ডুবি আম আদমি পার্টির। দিল্লিতে বিজেপির এই বিরাট জয়ে উচ্ছ্বসিত বাংলার বিজেপি নেতৃত্ব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বদলের ডাক শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bengali News Today, election results live updates,arvind kejriwal, delhi election result, election results,west bengal news,aap,দিল্লির বিধানসভা নির্বাচন, delhi election commission,delhi election result,news of west bengal, delhi election results live, delhi election results 2025, election results 2025,AAP, delhi election result 2025,latest bengali news,news in west bengal,bengali news, delhi election results live update, eci delhi election results 2025, suvendu adhikari,দিল্লির বিধানসভা ভোটে জয়ী বিজেপি,শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দিল্লিতে গেরুয়া ঝড়ে সাফ AAP। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে BJP। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফল বেরোতে শুরু করার পরপরই উচ্ছ্বাস বাংলার রাজ্যের বিজেপি নেতাদেরও। উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, "দিল্লির জিত আমাদের জিত। '২৬-এ এখানেও হবে।"

Advertisment

ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী?

"এই জয় অত্যন্ত আনন্দের। দিল্লিতে কয়েক লক্ষ বাঙালি ভোটার আছে। মমতা ব্যানার্জি ও তাঁর ভাইপো ঝাঁপিয়ে পড়েছিলেন কেজরিওয়ালকে জেতানোর জন্য। এটা শুধু আপের নয়। এটা তৃণমূলেরও হার। হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লির জয়। ২৭ বছর পর ফিরে এল। মোদীজির ক্যারিশ্মাতেই এই জয় সম্ভব হয়েছে। হিন্দুরা ভোট দিতে বেরতো না। তারা মহারাষ্ট্রের ভোট থেকে বিপদ বুঝে বেরোতে শুরু করেছেন। তাই এই জয় নিশ্চিত হয়েছে। দিল্লিতে আট থেকে ১০ শতাংশ ভোট বেড়েছে। দিল্লির জিত আমাদের। ২০২৬ সালে এখানেও হবে। মা সরস্বতীর পুজো যারা বন্ধ করেছিল দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদের হারিয়েছে। আপ গেছে এবার পশ্চিমবঙ্গে মমতা পাপকে বিদায় করা আাদের লক্ষ্য।"

দিল্লিতে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। দিল্লির ভোটে কার্যত ভরাডুবি হয়েছে কেজরির দলের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও হেরে গিয়েছেন। হার স্বীকার করতে হয়েছে একদা দিল্লির মুখ্যমন্ত্রী তথা দাপুটে আপ নেতা মণীশ সিসোদিয়াকেও। দিল্লিতে ভরাডুবির পর ভিডিওবার্তায় মুখ খুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

Advertisment

আরও পড়ুন- Delhi Election Results 2025: দিল্লির ভোটে ভরাডুবি AAP-এর, বাংলায় কেজরির দলের সলতে পাকানো শুরুর আগেই শেষ

ভিডিওবার্তায় কী বলেছেন কেজরিওয়াল?
 
"জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন সেই আশা ওরা পূরণ করবে। গত ১০ বছরে আমরাও দিল্লিতে অনেক কাজ করেছি। শিক্ষা, স্বাস্থ্য, জল থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এবার দিল্লির মানুষের এই রায় মাথা পেতে নিয়ে আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।"

আরও পড়ুন- West Bengal News Live:ভারত-বিদ্বেষের জিগির তুলেই চলেছে বাংলাদেশ, সেদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব দিল্লির

West Bengal Suvendu Adhikari Bengali News Today news in west bengal news of west bengal