Delhi Election Results 2025: দিল্লির ভোটে ভরাডুবি AAP-এর, বাংলায় কেজরির দলের সলতে পাকানো শুরুর আগেই শেষ

Delhi election results 2025: ২৭ বছর পর দিল্লিতে এবার গেরুয়া দলের সরকার হতে যাচ্ছে। আম আদমি পার্টির দিল্লিতে মুখ থুবড়ে পড়ার জেরে পশ্চিমবঙ্গে তাঁদের সংগঠন সাজানোর ভাবনা বিশ বাওঁ জলে।

author-image
Joyprakash Das
New Update
 delhi khalistani may attack aap leader arvind kejriwal intelligence agencies issued alert

Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়াল।

AAP defeat in Delhi assembly polls 2025: ১০ বছর আগে দিল্লিতে ক্ষমতায় আসার পর এই রাজ্যে সংগঠন গড়ার স্বপ্ন দেখেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপ। এরাজ্যেও দলের সদস্য অভিযান শুরু হয়েছিল। একঘেয়ে রাজনীতি দেখে বাংলার মানুষের একাংশ আপের দিকে ঝুঁকেও ছিল। কার্যত মাঝপথে সংগঠন সাজানোর অভিযান স্থগিত রেখে দেয় আপ। রাজনৈতিক মহলের মতে, এবার দিল্লির বিধানসভা ভোটে আপ মুখ থুবড়ে পড়ার পর আপাতত এই বাংলায় আপের সংগঠন সাজানোর অভিযান অথৈ জলে।  

Advertisment

এই রাজ্যে কখনও আহ্বায়ক করে, কখনও জেলা কমিটি গঠন করা হচ্ছে বলা হয়েছে আপের পক্ষ থেকে। সর্বশেষ এরাজ্যে আপের সংগঠনের আপডেট ছিল পঞ্চায়েত নির্বচনকে কেন্দ্র করে। গ্রামস্তর থেকে আন্দোলন করে, পঞ্চায়েতে লড়াই করে এরাজ্যে ক্ষমতা বিস্তারের টার্গেট নিয়েছিল আপ। যদিও সেই চেষ্টাও ছেড়ে দিয়েছিল আপ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাঁরা কোনও প্রার্থী দেয়নি। এরাজ্যে দায়িত্বপ্রাপ্ত আপের কর্তারাও সেভাবে প্রশ্নের জবাব দিতে পারেনি কেন এই রাজ্যে সংগঠন করছে না কেজরিওয়ালের দল। দিল্লির ভোটে যেভাবে বিজেপির কাছে কেজরিওয়াল-সহ তাবড় আপ নেতৃত্ব পরাজিত হয়েছে, সেক্ষেত্রে এরাজ্যে আপের সংগঠন যে শুধু স্বপ্নই, মনে করছে রাজনৈতিক মহল। 

তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপের সখ্যতা বরাবর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে মতামত প্রকাশে আপ ও তৃণমূল একসূত্রেই বাঁধা। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় থাকার দরুন আপ কখনও এই রাজ্যে নির্বাচনে লড়াই করেনি। দিল্লিতে ক্ষমতায় আসার পর এরাজ্যে আপের রাজনৈতিক হাওয়া শুরু হয়েছিল। বহু মানুষ অপেক্ষা করছিল এরাজ্যে আপের সংগঠনের জন্য। কিন্তু কখনও আপের শীর্ষ নেতৃত্ব এরাজ্যে আপের বিস্তার চায়নি। সেভাবে সাংগঠনিক কমিটিও তৈরি করেনি আপ। 

আরও পড়ুন- Onion: দাম নিয়ন্ত্রণে অভূতপূর্ব তৎপরতা, পেঁয়াজের গোলা গড়বে রাজ্য

Advertisment

রাজনৈতিক মহলের মতে, এখানে সংগঠন করতে যে কালক্ষেপ করেছে তার মাশুল তো দিতেই হবে কেজরিওয়ালের দলকে। দিল্লিতে বিপর্যয়ের পর ভিন রাজ্যসহ বাংলায় আপের সংগঠন বিস্তার করা সহজ হবে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে যা হয় আর কি। সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট দরকার ছিল আপের। এ রাজ্যে আপের সংগঠন না হওয়ায় শাসকদলকে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। বাংলার আপ নেতৃত্বের একাংশও মনে করছে, সময় থাকতে সংগঠন করলে বাংলায় সুফল পেতে আপ। কিন্তু এখন সংগঠন দাঁড় করানো সহজ হবে না।

আরও পড়ুন- West Bengal News Live:'বাংলাদেশে হাসিনাদের আওয়ামি লিগ নিষিদ্ধ করা হবে', জানালেন ইউনুসের উপদেষ্টা

AAP West Bengal Bengali News Today news in west bengal news of west bengal Delhi Assembly Election 2025