Advertisment

TMC Councillor: 'স্কোয়্যার ফুটে ৮০ টাকা', তৃণমূল কাউন্সিলরের 'কীর্তি' ফাঁস শুভেন্দুর! মিথ্যা অভিযোগ বলে দাবি

Suvendu Adhikari: কলকাতা পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের 'কীর্তি' ফাঁস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও সেই অভিযোগ মিথ্যা বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত কাউন্সিলর।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari skips bjp core committee meeting

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।

TMC Councillor: কলকাতা পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'প্রতি স্কোয়্যার ফুট ৮০ টাকা চেয়ে দরাদরি', এমনই মন্তব্য নিয়ে একটি ভিডিও পোস্ট বিরোধী দলনেতার। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নন্দীগ্রামের BJP বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের।

Advertisment

কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার (Chanda Sarkar)। একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রীমতি ছন্দা সরকার কেউ বা কাদের সঙ্গে কথা বলছেন। "আমাকে ৮০ টাকা করে দিলেই হয়ে যাবে। সিন্ডিকেটের থেকেও আবার আছে। জমিটার তো হিসেব আছে। ওটা ধরলেই তো বেরিয়ে যাবে। টোটাল জমিটার ওপরে।" এমনই কিছু মন্তব্য করতে শোনা যায় ছন্দা সরকারকে। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

শুভেন্দু অধিকারী ওই ভিডিও পোস্ট করে কী লিখেছেন? 
 
"তোলামূল কংগ্রেসের ঝাড়ের সব বাঁশ-ই সমান !!! দুর্নীতি এবং এদের নেতা নেত্রীরা সমার্থক। কলকাতা পুরসভার আরও এক "স্কোয়ার ফুট (square foot) কাউন্সিলর" কে চিনে রাখুন। ১২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর; শ্রীমতি ছন্দা সরকার এক প্রোমোটার এর সাথে রফা করছেন।"

যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, "এখানে বিজেপির অনেকগুলো চামচা আছে, সেই চামচাগুলো এই সব বলছে।"

আরও পড়ুন- Bengal Weather During Durga Puja: দুর্গাপুজোয় ঝেঁপে বৃষ্টি? ষষ্ঠী to দশমী! কেমন থাকবে আবহাওয়া? জানুন টাটকা আপডেট

আরও পড়ুন- Baruipur Incident: রেল কোয়ার্টারে খুনের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে গৃহশিক্ষক

আরও পড়ুন- West Bengal Police Recruitment: পুজোর আগেই বিরাট সুখবর, পুলিশে হাজার-হাজার নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের 'অফিসার অন স্পেশাল ডিউটি'র কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ উঠেছে। তাঁর নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বাজার থেকে টাকা দেদার টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

tmc bjp Suvendu Adhikari
Advertisment