Bengal Weather Forecast During Durga Puja: দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এখনও বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি বঙ্গের। গত কয়েকদিন দফায়-দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে রাজ্যের জেলায় জেলায়। এবারের মতো বাংলা থেকে বর্ষার বিদায় কবে হবে তা নিয়ে পুজোর আগে জোরদার চর্চা শুরু হয়েছে।
মোটামুটি আগামী ১৫ অক্টোবর বাংলা থেকে বর্ষার বিদায় ঘটতে চলেছে। তবে সেটা হলেও অক্টোবর মাসেও বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহেও বৃষ্টি চলতে পারে রাজ্যের একাধিক জেলায়। আর সেটা হলে মাটি হয়ে যেতে পারে পুজোর আনন্দ।
এমনিতেই চলতি সেপ্টেম্বরের শেষের দিকের এই বৃষ্টিতে পুজো প্রস্তুতিতে বড়সড় ধাক্কা এসেছে। বড়-মাঝারি ও ছোট পুজোগুলির মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। সেই সঙ্গে কুমোর পাড়া গুলিতেও দেবী মূর্তি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ঠিক এই পরিস্থিতিতে টানা কয়েকদিনের বৃষ্টিতে বেশ বাধা এসেছে।
আরও পড়ুন- Baruipur Incident: রেল কোয়ার্টারে খুনের হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে গৃহশিক্ষক
আরও পড়ুন- Anubrata Mondal: 'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনও পাপ করেছিলাম', হঠাৎ কেন একথা কেষ্টর মুখে?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে। যদিও সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে।
আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! এসে গেল পদ্মার রুপোলি শষ্য, দামও নাগালেই
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী শনিবার থেকে আবহাওয়ার উন্নতি দেখা যাবে।