/indian-express-bangla/media/media_files/2025/01/27/dR6emGo9aWYIDe6ww0Rp.jpg)
Suvendu Adhikari: মালদার সুকদেবপুর সীমান্তে পদযাত্রা শুভেন্দু অধিকারীর।
Suvendu Adhikari: বাংলাদেশকে ফের বেনজির হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রবিবার মালদার সুকদেবপুর এলাকায় জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন BJP নেতা। মালদার সুকদেবপুর থেকে গতকাল সবদলপুর পর্যন্ত তেরঙা যাত্রায় অংশ নেন বিজেপি নেতা -কর্মীরাও। পদযাত্রা শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একহাত নিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, "কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে"।
গতকাল ছিল ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসে গতকাল মালদায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে গতকাল তেরঙা হাতে নিয়ে পদযাত্রা করেছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক। সেই পদযাত্রা শেষে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একহাত নেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, "ভারতবর্ষ আজ সামরিক শক্তিতে অনেক উপরে। আমাদের ম্যানপাওয়ার লাগবে না। কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লাফতে। কয়েকটা তোপ ছেড়ে দিলেই কেল্লাফতে। আপনাদের হুঁশিয়ারি করে দিতে চায়। বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে। তাই বৈষ্ণবনগরটা এবার আমরা চাই।"
আরও পড়ুন- West Bengal News Live: SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলা, আজ শুনানি সুপ্রিম কোর্টে
শুভেন্দু গতকাল আরও বলেন, "গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে আওয়ামি লীগ পন্থীরা জয়ী হয়েছে। বাংলাদেশের ২০ শতাংশ মানুষ তারা জঙ্গিবাজ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ উন্নয়ন চায়। কাঁটাতারহীন এলাকায় তারের বেড়া দেওয়া হবেই।"
আরও পড়ুন- Fire in Train: এবার চলন্ত লোকাল ট্রেনে আগুন, চরম আতঙ্কে চিৎকার যাত্রীদের