Suvendu Adhikari : সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনের মত রাজ্যেও SIR চালুর জল্পনা যখন জোরালো হচ্ছে তখন রাজ্যে ‘এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ভোটার’ রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি বাংলাতেও বিহারের মত ভোটার তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
বাংলার ভোটার তালিকায় এক কোটি ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার হাওড়ায় সাংবাদিকদের সামনে তিনি বলেন, “বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রয়েছে। মৃত ব্যক্তি ও একাধিকবার নাম তোলা ভোটারও তালিকায় রয়েছে।" শুভেন্দুর দাবি, বিহারে চলা SIR (Special Investigation on Rolls) প্রকল্পের অনুকরণে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা পুনর্বিবেচনা হওয়া জরুরি। নির্বাচন কমিশনের (ECI) কাছে তিনি এই ব্যাপারে জরুরি পদক্ষেপের আর্জি জানান।
শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ভোটার রয়েছে। মৃত ভোটার, ডুপ্লিকেট নাম ও ভুয়ো ভোটারে ভরা তালিকা। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, এই তালিকা যাচাই করে অবিলম্বে অবৈধ নাম বাদ দেওয়া হোক।” বিরোধী দলনেতার মন্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন যখন বিহারে SIR ইস্যুতে কেন্দ্রের এনডিএ সরকার ও বিরোধী INDIA জোটের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চরমে। বিরোধীদের অভিযোগ, SIR-এর মাধ্যমে এনডিএ ভোটার তালিকা নিয়ে কারচুপি করতে চাইছে।
রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, “বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটব্যাংক ধরে রাখতে চাইছে তৃণমূল। বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত জাল ভোটার কার্ড ইস্যু করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রত্যক্ষ মদতে।” তাঁর অভিযোগ, “বিএলও (Booth Level Officers)-দের হুমকি দিয়ে ভুয়ো নাম তালিকায় রাখা হচ্ছে।” যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগগুলির বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে বিহারে SIR নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, “আমার কাছে ভোট চুরির বিরাট প্রমাণ রয়েছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরিতে সরাসরি যুক্ত। আমরা যখন সেই প্রমাণ প্রকাশ করব, দেশবাসী সত্যিটি জানতে পারবেন।” এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, “এই ধরনের অভিযোগ বিভ্রান্তিকর। ভোটারদের অনুরোধ করছি, কেউ যেন এমন গুজবে কান না দেন।”