Suvendu Adhikari : বঙ্গে SIR জল্পনার মাঝেই 'বোমা' ফাটালেন শুভেন্দু, বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগে তোলপাড় বাংলা

Suvendu Adhikari : রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, “বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটব্যাংক ধরে রাখতে চাইছে তৃণমূল। বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত জাল ভোটার কার্ড ইস্যু করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রত্যক্ষ মদতে।”

Suvendu Adhikari : রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, “বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটব্যাংক ধরে রাখতে চাইছে তৃণমূল। বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত জাল ভোটার কার্ড ইস্যু করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রত্যক্ষ মদতে।”

author-image
IE Bangla Web Desk
New Update
শুভেন্দু অধিকারী রোহিঙ্গা ভোটার দাবি, পশ্চিমবঙ্গে বিহার SIR মডেল, ভোটার তালিকা কারচুপি, বাংলাদেশি ভোটার, বিজেপি তৃণমূল সংঘাত, শমিক ভট্টাচার্য অভিযোগ, রাহুল গান্ধী ভোট চুরি, নির্বাচন কমিশন বিতর্ক, West Bengal fake voters, Rohingya Bangladeshi immigrants voter list.

বঙ্গে SIR জল্পনার মাঝেই 'বোমা' ফাটালেন শুভেন্দু

Suvendu Adhikari : সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনের মত রাজ্যেও SIR চালুর জল্পনা যখন জোরালো হচ্ছে তখন রাজ্যে ‘এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ভোটার’ রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি বাংলাতেও বিহারের মত ভোটার তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। 

Advertisment

বাংলার ভোটার তালিকায় এক কোটি ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার হাওড়ায় সাংবাদিকদের সামনে তিনি বলেন, “বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রয়েছে। মৃত ব্যক্তি ও একাধিকবার নাম তোলা ভোটারও তালিকায় রয়েছে।" শুভেন্দুর দাবি, বিহারে চলা SIR (Special Investigation on Rolls) প্রকল্পের অনুকরণে  পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা পুনর্বিবেচনা হওয়া জরুরি। নির্বাচন কমিশনের (ECI) কাছে তিনি এই ব্যাপারে জরুরি পদক্ষেপের আর্জি জানান।

আরও পড়ুন- বিজেপি শাসিত মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক, অ্যাকশনে তৃণমূল, তড়িঘড়ি বিরাট পদক্ষেপ

Advertisment

শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ভোটার রয়েছে। মৃত ভোটার, ডুপ্লিকেট নাম ও ভুয়ো ভোটারে ভরা তালিকা। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, এই তালিকা যাচাই করে অবিলম্বে অবৈধ নাম বাদ দেওয়া হোক।” বিরোধী দলনেতার মন্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন যখন বিহারে SIR ইস্যুতে কেন্দ্রের এনডিএ সরকার ও বিরোধী INDIA জোটের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চরমে। বিরোধীদের অভিযোগ, SIR-এর মাধ্যমে এনডিএ ভোটার তালিকা নিয়ে কারচুপি করতে চাইছে।

রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, “বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটব্যাংক ধরে রাখতে চাইছে তৃণমূল। বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত জাল ভোটার কার্ড ইস্যু করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রত্যক্ষ মদতে।” তাঁর অভিযোগ, “বিএলও (Booth Level Officers)-দের হুমকি দিয়ে ভুয়ো নাম তালিকায় রাখা হচ্ছে।” যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগগুলির বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে বিহারে SIR নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, “আমার কাছে ভোট চুরির বিরাট প্রমাণ রয়েছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট  চুরিতে সরাসরি যুক্ত। আমরা যখন সেই প্রমাণ প্রকাশ করব, দেশবাসী সত্যিটি জানতে পারবেন।” এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, “এই ধরনের অভিযোগ বিভ্রান্তিকর। ভোটারদের অনুরোধ করছি, কেউ যেন এমন গুজবে কান না দেন।”

আরও পড়ুন- শুভেন্দুর সামনে ‘জয় বাংলা’ স্লোগান, রাতারাতি 'হিরো' খানাকুলের মইদুল, বাড়ি এলেন মমতার কাছের মন্ত্রী

Suvendu Adhikari