/indian-express-bangla/media/media_files/2025/08/21/metro-2025-08-21-16-52-19.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Prime Minister Narendra Modi-Metro inauguration:কলকাতা মেট্রোয় যেন এ এক নতুন যুগের সূচনা হতে চলেছে। এবার আরও তিনটি নতুন মেট্রো লাইন চালু হওয়ায় প্রতিদিন প্রায় ৯.১৫ লক্ষ যাত্রী কলকাতা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এর জন্য মোট ৩৬৬টি নতুন মেট্রো ট্রেন পরিষেবা চালু হবে, যা পাতালপথের যাতায়াতকে আরও দ্রুত ও মসৃণ করবে।
২২ অগস্ট (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন মেট্রোর তিনটি নতুন অংশের—
গ্রিন লাইন: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ (২.৪৫ কিমি)
ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে জয় হিন্দ এয়ারপোর্ট (৬.৭৭ কিমি)
অরেঞ্জ লাইন: হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা (৪.৪ কিমি)
এছাড়াও তিনটি নতুন মেট্রোর রেকের পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করাবেন প্রধানমন্ত্রী।
গ্রিন লাইন (এসপ্ল্যানেড–শিয়ালদহ, ২.৪৫ কিমি):
কলকাতার জন্য এটি বিরাট স্বস্তি বয়ে আনবে। হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রা যেখানে সড়কপথে ৪০-৪৫ মিনিট সময় নেয়, মেট্রোয় মাত্র ১১ মিনিটেই সম্ভব হবে। প্রতিদিনের কয়েক লক্ষ যাত্রী এর ফলে দারুণভাবে উপকৃত হবেন।
আরও পড়ুন- Kaushiki Amavasya 2025:শুক্রবার কৌশিকী অমাবস্যা! সেজে উঠেছে তারাপীঠ, নিরাপত্তার চাদরে মন্দির নগরী
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ এয়ারপোর্ট, ৬.৭৭ কিমি):
এখন বিমানবন্দরে যাতায়াত হবে আরও দ্রুত ও আরামদায়ক। দেশি-বিদেশি যাত্রী, এয়ারলাইন্স কর্মী ও বিমানবন্দর কর্মীরা উপকৃত হবেন। ডুমডুম ক্যান্টনমেন্টে ইন্টারচেঞ্জের সুবাদে শহরের বিভিন্ন অংশ এবং বড় রেলস্টেশনগুলির সঙ্গে সরাসরি সংযোগ পাওয়া যাবে। এসপ্ল্যানেড থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।
আরও পড়ুন- Naushad Siddiqui:'লড়াই সবে শুরু', জামিনে মুক্তির পর রাজ্যকে তুলোধনা নওশাদের
অরেঞ্জ লাইন (হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা, ৪.৪ কিমি):
সায়েন্স সিটি, হাসপাতাল, স্কুল ও ব্যবসায়িক কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত হবে এই রুট। যাত্রীর সংখ্যা এখানে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাত্রা এখন মাত্র ৩২ মিনিটে সম্পন্ন হবে, যা দক্ষিণ ও পূর্ব কলকাতার যোগাযোগ অনেক সহজ করবে।
আরও পড়ুন- Digha:দিঘার সমুদ্র পাড়ে হইহই কাণ্ড! এমন দৃশ্য দেখে হতভম্ব পর্যটকরা!
নতুন এই মেট্রো পরিষেবা শুধু কলকাতার নয়, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার যাত্রীদের জন্যও বড় সুবিধা বয়ে আনবে। আগে যেখানে যাত্রা করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, এখন কয়েক মিনিটেই গন্তব্যে পৌঁছানো যাবে।