Popular summer destinations in North Bengal: প্রবল গরমে শরীর সেদ্ধ হওয়ার জোগাড়। জ্বালাপোড়া গরমে ছারখার বাংলার একটা বড় অংশ। এই আবহে এবার ঠান্ডা-ঠান্ডা কুল-কুল ফিলিংস নিতে ঢুঁ মারুন উত্তরবঙ্গে। এতল্লাটের এই অফবিট পাহাড়ি গ্রামের মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আর নৈঃস্বর্গিক শোভার প্রেমে পড়ে যাবেন।
দিন কয়েকের ভরপুর আরাম নিতে ঘুরে আসুন দার্জিলিঙের (Darjeeling) মিরিকের (Mirik) কাছে তাবাকোশি (Tabakoshi) থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ি গ্রামের উচ্চতা ৩ হাজার ফুট। দার্জিলিঙের এই পাহাড়ি গ্রাম প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্যের মতো। এখানকার অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য মনকে নাড়া দিয়ে যাবে।
মিরিকের রংভাং নদীর ধারের এই ছোট্ট পাহাড়ি জনপদ ছবির মতো সুন্দর। মিরিকের নীচের অংশে চায়ের বাগান দিয়ে ঘেরা এই পাহাড়ি গ্রাম। তাবাকোশি গ্রামের ধার দিয়েই বয়ে চলেছে ছোট পাহাড়ি নদী। এর কাছেই রয়েছে গোপালধারা টি এস্টেট।
তাবাকোশিতে কী দেখবেন?
তাবাকোশিতে রয়েছে কমলালেবুর বাগান, আদার বাগান, ভুট্টার বাগান। গোটা গ্রাম ঘিরে রয়েছে চায়ের বাগান। কাছেই রয়েছে ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা। এর আশেপাশের প্রাকৃতিক শোভা মনকে নাড়া দিয়ে যাবে। পাহাড়ের উপরের চায়ের বাগান থেক নীচে তাকালে চোখে পড়বে রংভাং নদী। তাবাকোশি থেকে একটি গাড়ি ভাড়া করে নিয়ে লেপচা জগৎ, জোড়পোখরি, ভারত-নেপাল সীমান্তের পশুপতি মার্কেট, গোপালধারা চা বাগান, মিরিক ঘুরে নিতে পারেন।
তাবাকোশিতে কীভাবে যাবেন?
এনজেপি (NJP) কিংবা নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে সরাসরি একটি গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারেন তাবাকোশিতে। শিলিগুড়ি (Siliguri) থেকেও একইভাবে এখানে পৌঁছোনো যায়। শেয়ার গাড়িও পেয়ে যাবেন।
আরও পড়ুন- পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধন! উত্তরবঙ্গের এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন
তাবাকোশিতে থাকবেন কোথায়?
এখানে থাকার জন্য একাধিক হোম স্টে রয়েছে। স্থানীয়রাই সেগুলি পরিচালনা করেন। পাহাড়ের ঢালের এই অপূর্ব হোম স্টেগুলির আতিথেয়তা আপনাকে মুগ্ধ করে দেবে। সুদৃশ্য এই হোম স্টে গুলির আশেপাশের নৈঃস্বর্গিক প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা লেখনিতে প্রকাশ করা বেশ কঠিন। পর্যটকদের (Tourists) সুবিধার্থে নীচে কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।
ঝর্মা হোম স্টে-৭৫৪৭৯৮৪৭২৮
টি ভিলেজ হোম স্টে- ৯৪৩৪১৩১৭৩৭
সুনাখারি হোম স্টে- ০৯৩৩৯৫১৬৭৯৮