Mamata Banerjee:'শাস্তি দিন, দলে ফিরিয়ে নিন', মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কাতর অনুনয় বহিষ্কৃত তৃণমূল নেতার

expelled leader:পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল এক সময়ের দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। দল তাঁকে বহিষ্কার করেছিল।

expelled leader:পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল এক সময়ের দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। দল তাঁকে বহিষ্কার করেছিল।

author-image
Sandip Sarkar
New Update
 if we are divided will not win protest against: Mamata

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

একরাতের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সোমবারই উত্তরবঙ্গে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি প্রথমেই পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটায়। সেখানে গিয়ে বামনডাঙ্গা চা বাগানে মৃতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। কথা বলেন বন্যাদুর্গতদের সঙ্গে।

Advertisment

সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছান মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহা। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করে একবার প্রণাম করতে দেওয়ার অনুরোধও করেন তিনি। যদিও সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন মুখ্যমন্ত্রী নিজেই।

আরও পড়ুন- TMC-BJP: শুধুই প্রাকৃতিক দুর্যোগে নয়, রাজনীতিতেও কাঁপছে উত্তরবঙ্গ! ২০২৬-এর আগাম উত্তাপ?

Advertisment

এই দৃশ্যের একটি ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্বপনকে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে শাস্তি দিন, কিন্তু দলে ফিরিয়ে নিন দিদি।’ এরপর তিনি প্রণাম করতে চাইলেও মুখ্যমন্ত্রী কার্যত পাত্তা না দিয়েই সামনের দিকে হেঁটে চলে যান। এক সময়ের দাপুটে নেতার এমন করুণ চিত্র দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:গুরুতর জখম BJP সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কথা চিকিৎসকদের সঙ্গে

প্রসঙ্গত, ১২০ কোটি টাকার আর্থিক দুর্নীতির দায়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় স্বপন সাহাকে। পরবর্তীতে বিভিন্ন টালবাহানার পর চলতি বছরের জানুয়ারির শেষদিকে মাল পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। যদিও এক সময়ের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার চোখেই ডুয়ার্সের একটি বড় এলাকার রাজনৈতিক পরিস্থিতি দেখতেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-Adhir-Mamata: 'বাংলা ডুবছে আর দিদি নাচছে', মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ অধীরের

Bengal Floods north bengal tmc CM Mamata banerjee