'নাগরাকাটায় কাশ্মীরের স্টাইলে হামলা', BJP সাংসদ খগেন মুর্মুর ওপর পাথরবৃষ্টি, কেন্দ্রীয় তদন্তের দাবি

Khagen Murmu attack: দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে গতকাল নজিরবিহীন আক্রমণের শিকার হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

Khagen Murmu attack: দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে গতকাল নজিরবিহীন আক্রমণের শিকার হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

author-image
Madhumita Dey
New Update
নাগরাকাটা পাথর হামলা,  খগেন মুর্মু হামলা,  BJP vs TMC,  শ্রীরূপা মিত্র চৌধুরী  ,তৃণমূল বনাম বিজেপি,  উত্তরবঙ্গ রাজনীতি  ,NIA তদন্ত দাবি,  West Bengal politics  ,Khagen Murmu attack,  Nagarkata stone pelting,  Shreerupa Mitra Choudhury press meet  ,TMC reaction  ,Banarhat incident  ,BJP Malda  ,Mamata Banerjee visit,  Law and order in Bengal

Nagarkata stone pelting: নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবি বিজেপির।

"উত্তরবঙ্গের নাগরাকাটায় কাশ্মীরের স্টাইলে পাথর ছুঁড়ে হামলা চালানো হয়েছে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর। আমাদের দাবি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে এর তদন্ত করা হোক।" মঙ্গলবার মালদায় সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন ইংরেজবাজারের BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

Advertisment

মঙ্গলবার দুপুরে  মালদার প্রেস কর্নারে এই সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসকদল তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি। তিনি বলেন, "এই ধরনের পাথরবৃষ্টি অতীতে আমরা কাশ্মীরে দেখেছি। তবে কেন্দ্রে মোদী সরকার আসার পর সেই পাথর ছোঁড়ার কোনও ঘটনা ঘটেনি । ঠিক সেই ভাবেই সোমবারের বানারহাটের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তদারকি করতে গিয়েই ঠিক একই রকম কায়দায় পাথর হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু।"

আরও পড়ুন- Mamata Banerjee:'শাস্তি দিন, দলে ফিরিয়ে নিন', মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কাতর অনুনয় বহিষ্কৃত তৃণমূল নেতার

Advertisment

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আরও বলেন, "সাংসদ এবং শিলিগুড়ির বিজেপি বিধায়কের ওপর এই হামলার ঘটনার পেছনে নিশ্চয়ই মাষ্টারমাইন্ড কেউ আছে। যে ভাবে পাথর বৃষ্টি হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন  বিধায়ক। তিনি বলেন, ২৪ ঘন্টা পেরিয়ে গেছে কেন অভিযুক্তদের কেন গ্রেপ্তার হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।" 

আরও পড়ুন-TMC-BJP: শুধুই প্রাকৃতিক দুর্যোগে নয়, রাজনীতিতেও কাঁপছে উত্তরবঙ্গ! ২০২৬-এর আগাম উত্তাপ?

এদিকে বিজেপি বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলার সহ সভাপতি শুভময় বসু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির পরিদর্শনে এসেই আগেই অসুস্থ বিজেপি সাংসদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন । এটাই সৌজন্য । বিজেপির মতোন আমরা ভাষণ দিই না। তৃণমূল কর্মে বিশ্বাসী। জনরোষে পরে ওরা আক্রান্ত হয়েছিলেন, এটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য তৃণমূলের নাম জড়িয়ে দিচ্ছে বিরোধী দল বিজেপি।" 

আরও পড়ুন-West Bengal News Live Updates:গুরুতর জখম BJP সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কথা চিকিৎসকদের সঙ্গে

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও নাগরাকাটায় গেরুয়া দলের সাসংদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় NIA তদন্তের দাবিতে সুর চড়িয়েছেন। 

bjp tmc Attacked NIA Bengali News Today