Tapasi Mondal is the chairman of wb women and child welfare department: গত সোমবার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। ফের দলবদলের কয়েকদিনের মাথাতেই মিলল বড় 'পুরস্কার'। তাপসী মণ্ডলকে দেওয়া হল পশ্চিমবঙ্গের ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন পদ। গত ১০ মার্চ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ফের দলবদলের পরপরই মিলল বিরাট দায়িত্ব।
রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর চেয়ারপার্সন পদে নিয়োগ করা হয়েছে তাপসী মণ্ডলকে। তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন, "প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো এবং সবদিক থেকেই বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি, সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তাদের জন্য কিছু কাজ যাতে করতে পারি তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে যুক্ত হলাম।" দল বদলেই এবার এই দায়িত্ব পাওয়ার পর তাপসী মণ্ডল বললেন, "নেত্রী তথা মুখ্যমন্ত্রী যে কাজ দেবেন তা দায়িত্বের সাথে পালন করব।"
উল্লেখ্য, ২০২১ সালে বিজেপির টিকিটে হলদিয়া থেকে লড়ে জয়ী হয়েছিলেন তাপসী। তার আগে সিপিএমে ছিলেন তিনি। ২০১৬ সালে হলদিয়া থেকে তাকে টিকিট দিয়েছিল বামেরা। একুশের ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তাপসী। সেবার ভোটে বিজেপির হয়েই লড়ে হলদিয়া থেকে জয়ী হন তিনি। এবার বছর ঘুরলেই আবারও রাজ্যে বিধানসভা ভোট।
আরও পড়ুন- West Bengal News Live:ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দুই? কোনও রাখঢাক না রেখেই এবার সুকান্ত যা বললেন...
গত সোমবার বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাপসী মণ্ডল। তাঁর ফের একবার দলবদলের দিন কয়েকের মাথাতেই পেলেন বড় 'পুরস্কার'। রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরের চেয়ারম্যান করা হয়েছে তাপসীকে। তাপসী মণ্ডলের এই নতুন দায়িত্ব পাওয়া নিয়ে বিরোধীরা বলছেন, শাসক শিবিরে যুক্ত হওয়াতেই তাপসী মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 'পুরস্কার' দিয়েছেন।
আরও পড়ুন- Humayun on Suvendu: 'ঠুসে দেব শুনেই ভয় পেয়েছে, দম না থাকলে কেন বলেন?' শুভেন্দুকে বেনজির আক্রমণ হুমায়ুনের