indecent behavior:স্কুলে ছাত্রীদের সঙ্গে মাস্টারমশাইয়ের এই 'কীর্তি'তে ছিঃ ছিঃ করছেন অভিভাবকরা!

teacher accused: এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকরাও বিষয়টি জেনে যরপরনাই ক্ষুব্ধ হয়েছেন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি তুলেছেন।

teacher accused: এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকরাও বিষয়টি জেনে যরপরনাই ক্ষুব্ধ হয়েছেন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি তুলেছেন।

author-image
Madhumita Dey
New Update
Malda, Manikchak, school, indecent behavior with girl students, teacher accused, complaint against teacher, student safety, West Bengal education department, sexual harassment, school scandal,মালদা, মানিকচক, স্কুল, ছাত্রীদের অশালীন আচরণ, শিক্ষক অভিযুক্ত, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীর নিরাপত্তা, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর, যৌন হয়রানি, বিদ্যালয় কেলেঙ্কারি

complaint against teacher: মালদার ওই স্কুলের সামনে অভিভাবকদের ভিড়।

indecent behavior with girl students:স্কুলের একাধিক ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠলো এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে ভূতনি থানা এবং প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে শোকজ করেছেন। 
এদিকে স্কুলের ওই শিক্ষকের এমন আচরণে দ্বাদশ শ্রেণীর একাংশ ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক অমিত রজকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। দ্বাদশ শ্রেণীর অধিকাংশ ছাত্রীদের অভিযোগ, এই শিক্ষক তাদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য করেন। এমনকি একাধিক ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। 

দীর্ঘদিন ধরে এমনটা করে আসছিলেন শিক্ষক। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বুঝতে পারেন যে খারাপ উদ্দেশ্য নিয়েই ওই শিক্ষক এই ধরনের কাজ করছেন। তাই ছাত্রীরা অভিভাবকদের জানাই। গোটা বিষয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীরা। পাশাপাশি ভূতনি থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro:মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! এই দিন বন্ধ থাকবে পরিষেবা, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে

এদিকে অভিযুক্ত শিক্ষক অমিত রজক বলেন, "সমস্ত ছাত্র-ছাত্রীদের সন্তান চোখে দেখি। পিতৃ সুলভ আচরণ নিয়েই পড়া না পারলে তাদের বকা দেওয়া এবং দু'চার কথা বলা হয়। কিন্তু কোনও খারাপ চিন্তা-ধারা মাথায় আসেনি। হয়তো সেগুলোই ছাত্রীদের খারাপ লেগেছে, তাই আমি ক্ষমা চাইছি। প্রধান শিক্ষক আমাকে শোকজ করেছেন তার জবাব আমি দেব।" 
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জানিয়েছেন, ছাত্রীদের তরফে অভিযোগ তিনি পেয়েছেন। পরিচলন সমিতির কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক হয়েছে। ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। দ্রুত তার কাছে জবাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন-Durga Puja grant:দুর্গাপুজোর অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা, সব সরকারি ফি মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Malda school teacher